Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্যাঙ্কের ভুয়ো অ্যাপ খুলে এ বার বড়সড় প্রতারণার ফাঁদ। সেই জালে পা দিয়ে ৫০ হাজার টাকা খোয়ালেন নদিয়ার কল্যাণীর এক ব্যক্তি। উত্তর প্রদেশ থেকে চার জনকে গ্রেপ্তার করেছে কল্যাণী সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রচুর এটিএম কার্ড, পাস বই, ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
সোমবার এই গ্রেপ্তারি নিয়ে সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (সদর) শেখ সামসুদ্দিন। জানান, গত ৫ জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে মেসেজ এসেছিল, তিনি একটি ব্যাঙ্ক থেকে রিওয়ার্ড পেয়েছেন। সেই টাকার অঙ্ক ১৪ হাজার ৪৫৩। মেসেজে একটি লিঙ্কও দেওয়া ছিল।
ওই ব্যক্তি, সেই লিঙ্ক ক্লিক করেন। শেখ সামসুদ্দিন বলেন, ‘লিঙ্ক ক্লিক করতেই যে পেজ খোলে, তা হুবহু SBI yono-এর মতো দেখতে। অভিযোগকারী বুঝতে পারেননি, এটা একটা ডামি ওয়েবসাইটের পেজ। তাই নিজের ডিটেল দিয়ে ওটিপি ক্লিক করে দেন। এর পরই তাঁর অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা কেটে নেয়।’
তড়িঘড়ি ওই ব্যক্তি সাইবার ক্রাইম দমন শাখায় জানান এবং পুলিশও সাইবার ক্রাইম পোর্টালে সেই তথ্য আপলোড করে দেয়। নির্দিষ্ট কেসও শুরু হয়। দেখা যায়, কল্যাণীর ওই ব্যক্তির এসবিআই অ্যাকাউন্টের টাকা অন্য একটি ব্যাঙ্কের লখনৌ শাখায় গিয়ে জমা হয়েছে। ৮ মিনিটের মধ্যে সেই টাকা তোলাও হয়ে গিয়েছে।
লখনৌ পৌঁছয় কল্যাণীর সাইবার অপরাধ দমন শাখার একটি টিম। লখনৌ গিয়ে যতীন সিং নামে এক ব্যক্তিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। যতীনের নামেই লখনৌ-এর সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল। এর পর আদর্শ সিং, আরিয়ান সিং ও হর্ষ সিং নামে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। তিন জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ ধৃতদের জেরা করে প্রচুর টাকার লেনদেনের তথ্য পেয়েছে। বড় কোনও চক্র বলেই মনে করছে পুলিশ। একই সঙ্গে পুলিশ সতর্ক করেছে, এই ধরনের অ্যাপে ক্লিক করার আগে অবশ্যই ইউআরএল দেখে নিন।
আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন
আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025