Bangla News Dunia, Pallab : নতুন বছরের শুরুতেই প্রকাশ্যে উঠে এল চমকে দেওয়ার মতো খবর। আর এই খবর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত। একটি রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কে আনক্লেমড টাকা হিসেবে কয়েক হাজার কোটি টাকা পড়ে রয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আসলে প্রতি বছর ব্যাঙ্কে এমন পরিমাণ অর্থ চেক করা হয়, যার উপর কোনও ব্যক্তির দাবি নেই অর্থাৎ আনক্লেমড হিসেবে পড়ে রয়েছে। তবে এবার আরবিআইয়ের (Reserve Bank of India) তরফে যে অঙ্কটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পর্কে শুনলে আপনারও পিলে চমকে উঠতে পারে।
আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন
চাঞ্চল্যকর তথ্য দিল RBI
আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন ব্যাঙ্কে মোট ৭৮,২১৩ কোটি টাকা দাবিহীন রয়েছে। অর্থাৎ এই পরিমাণ টাকা দাবি করার কেউ নেই। এক রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কগুলিতে বছরের পর বছর দাবিহীন এই পরিমাণ বাড়ছে। এখন নিশ্চয়ই ভাবছেন তাহলে আরবিআই এই পরিমাণ টাকা দিয়ে কী করবে? তাহলে জানিয়ে রাখি, এই পরিমাণটি আরবিআই দ্বারা আমানতকারীদের শিক্ষা ও সচেতনতা তহবিলে (ডিইএএফ) স্থানান্তরিত করা হয়, যার মাধ্যমে বছরে এই পরিমাণের উপর মাত্র ৩% সুদ পাওয়া যায়।
UDGAM পোর্টাল
এই দাবিহীন পরিমাণের সমস্যা সমাধানের জন্য আরবিআই ২০২৩ সালে UDGAM পোর্টাল চালু করেছিল। UDGAM অর্থাৎ আনক্লেইমড ডিপোজিটস-গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন পোর্টালের মাধ্যমে, এই পরিমাণটি তার প্রকৃত মালিকের কাছে পৌঁছানো সহজ। এই পোর্টালটি এক জায়গায় বিভিন্ন ব্যাঙ্কে আনক্লেমড আমানত ট্র্যাক করতে সাহায্য করে। প্ল্যাটফর্মটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনফরমেশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড (রেবিট), ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস (আইএফটিএএস) এবং এর সাথে জড়িত ব্যাঙ্কগুলির সহযোগিতায় আরবিআই দ্বারা তৈরি একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম। দেশের ৩০টি ব্যাঙ্কে এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে, যার মধ্যে মোট দাবিহীন আমানতের ৯০ শতাংশই ভাগাভাগি হয়ে থাকে। আপনার টাকা আনক্লেম অবস্থায় নেই তো? কীভাবে চেক করবেন জেনে নিন।
UDGAM পোর্টালে রেজিস্ট্রেশন করবেন?
১) প্রথমত, UDGAM পোর্টাল udgam.rbi.org.in-এ যান।
২) ক্লেইম অ্যামাউন্ট সেকশনে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩) রেজিস্ট্রেশনের জন্য আপনার মোবাইল নম্বর এবং নাম দিন।
৪) পাসওয়ার্ড সেট করুন এবং ক্যাপচা কোড দিন।
৫) এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটা দিয়ে ভেরিফিকেশন সারুন।
৬) এরপর আপনার নাম, মোবাইল নম্বর লিখে একটি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
৭) মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন।
৮) এইভাবে পোর্টালে আনক্লেইমড অ্যামাউন্ট ট্র্যাক এবং ক্লেইম করতে পারবেন।
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025