ব্যাঙ্ক দেউলিয়া হলে ক্ষতিপূরণ কত পাবেন? কিভাবে পাবেন? জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমাদের প্রত্যেক মনে একটা প্রশ্ন থাকে যে ব্যাঙ্ক ডুবে গেলে (Bankrupt) আমাদের টাকার কি হবে? আমরা নিজেদের টাকা ফেরত পাব তো? বা ফেরত পেলেও কত টাকা ফেরত পাওয়া যাবে? আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা করে নিতে চলেছি। প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ অর্থ উপার্জন করেন, তার থেকে কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় (Bank Account Investment) করেন।

DIGCG Insurance Bankrupt RBI Rules in India

বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির একটি সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) রয়েছে। ব্যাঙ্কে টাকা রাখার অন্য আরেক সুবিধা হলো, ব্যাঙ্কে টাকা অনেকটাই সুরক্ষিত থাকে। শুধু তাই নয় টাকা থাকলে আপনি একটা নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন। সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও এফডি ও আরডিতে অনেকেই টাকা বিনিয়োগ করছেন কারণ ফিক্সড ডিপোজিটে প্রত্যেকটি ব্যাঙ্ক অনেক বেশি হারে সুদ প্রদান করছে, যেটি মেয়াদ শেষে একটা মোটা অংকের রিটার্ন আপনাকে দিয়ে থাকে।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

ব্যাঙ্ক ডুবলে কত টাকা ফেরত পাবেন?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, যদি কোন অনিবার্য কারণবশত ব্যাঙ্ক ডুবে যায় বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তাহলে ওই ব্যাঙ্ক গ্রাহকদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন দেওয়া হয়। যদিও এই ৫ লক্ষ টাকার যে পরিমাণটা দেওয়া হচ্ছে সেটা সবেমাত্র শুরু হয়েছে, এর আগে ব্যাঙ্ক কোন কারনে বন্ধ হয়ে গেলে একজন গ্রাহককে সর্বোচ্চ ১ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হতো (Bankrupt). এখন টাকার পরিমাণকে বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক দেউলিয়া হলে গ্রাহক কত টাকা পাবে?

এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, একজন গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) যদি ৫ লক্ষ টাকার অধিক থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তি কত টাকা ফেরত পাবে? আপনি ব্যাঙ্ক ৫ লক্ষ টাকার বেশি যদি জমা করে থাকেন, ধরে নেওয়া যাক ১০ লক্ষ বা ১৫ লক্ষ তবুও RBI-র নিয়ম অনুসারে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে একজন গ্রাহককে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা দেওয়া হবে।

ব্যাঙ্ক দেউলিয়া হলে গ্রাহকের কি হবে?

এই ৫ লক্ষ টাকার মধ্যেই ধরে নেওয়া হবে আপনার বিনিয়োগ করা অর্থ এবং সুদের পরিমাণ (Bankrupt). এইবার ধরুন আপনার ব্যাঙ্ক ৫ লক্ষ টাকার কম রয়েছে, তাহলে এক্ষেত্রে গ্রাহকের কোন টাকায় লস যাবে না। সেই গ্রাহককে তার যত টাকা ব্যাঙ্কে জমাকৃত ছিল, সেই সম্পূর্ণ টাকাটাই আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার যদি।

আপনার যদি দুটি ব্যাঙ্কে ৫ লক্ষ করে ১০ লক্ষ টাকা জমা করা থাকে এবং দুটি ব্যাঙ্ক একই সাথে বন্ধ হয়ে যায়, তাহলেও কিন্তু আপনি সব টাকাই পেয়ে যাবেন কিন্তু যদি আপনার একটি ব্যাঙ্ক দুটি অ্যাকাউন্ট করা থাকে ৫ লক্ষ টাকা করে, তাহলে কিন্তু আপনি একটি অ্যাকাউন্টের জন্যই ৫ লক্ষ টাকা ফেরত পাবেন। RBI-র নিয়ম অনুযায়ী, আপনার টাকা আপনি ফেরত পাবেন ৯০ দিনের মাথায় অর্থাৎ তিন মাসের মধ্যে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্তর্গত Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC Insurance) আপনার টাকা রিটার্ন করে দেবে। দেশের মধ্যে যত গুলো সরকারি, বেসরকারি গ্রামীণ ব্যাংক রয়েছে, দেশের বাইরেও যে সমস্ত বিদেশী ব্যাঙ্ক শাখা রয়েছে, এই গুলো সমস্ত DICGC এর অন্তর্গত, তাই আপনার জমানো টাকা এরাই আপনাকে ফিরিয়ে দেবে।

কখনো যদি ব্যাঙ্ক ডুবে যাবে বন্ধ হয়ে যায় তাহলে DICGC অন্তর্গত যে ব্যাঙ্ক ডুবে গেছে সেই ব্যাংকের গ্রাহকদের তথ্য খতিয়ে দেখা হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ৫ লক্ষ টাকার কম রয়েছে তাদেরকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে এবং যাদের ৫ লক্ষ টাকার বেশি রয়েছে তাদেরও ৫ লক্ষ টাকায় ফিরিয়ে দেওয়া হবে। ৪৫ দিনের মধ্যে গ্রাহকদেরসমস্ত আপডেট সংগ্রহ করে নেওয়া হবে এবং ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে আপনি আপনার টাকা পেয়ে যাবেন।

আপনি যে ব্যাঙ্ক গ্রাহক রয়েছেন সেই ব্যাংক DICGC অন্তর্গত কিনা, এটি দেখার জন্য DICGC যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখবেন। DICGC-র অন্তর্গত প্রত্যেকটি ব্যাঙ্কের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আপনি যে ব্যাঙ্কের গ্রাহক, সেই ব্যাঙ্কের নাম যদি দেওয়া থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনি আপনার টাকা ঠিক রিটার্ন পেয়ে যাবেন।

আপনি যদি ব্যাঙ্ক সেভিংস ছাড়াও FD বা RD মতন যে স্কিম গুলো রয়েছে, সেখানে টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সেই টাকা বা সেই সুদের আপনি কি ফেরত পাবেন? এখানেও সেভিংসের মতনই একই নিয়ম রয়েছে, আপনার এফডি স্কিমে বিনিয়োগ করার টাকার পরিমান যদি ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে আপনি সম্পূর্ণ টাকায় ফেরত পাচ্ছেন এবং যদি আপনার বিনিয়োগ করে টাকার পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনি শুধুমাত্র ৫ লক্ষ টাকায় ফেরত পাচ্ছেন।

হ্যাঁ, এক্ষেত্রে আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনি আপনার সম্পূর্ণ টাকাটাই ফেরত পাচ্ছেন। অনেকেই রয়েছেন, যাঁরা সরকারি প্রকল্প যেমন পিপিএফ বা এরকম আরও কিছু রয়েছে, সেই গুলোতে টাকা বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে আপনি আপনার টাকা সম্পূর্ণ ফেরত পাবেন। যেহেতু পিপিএফ বা সরকারি প্রকল্প গুলোর টাকা বিনিয়োগ করার মাধ্যম হলো ব্যাঙ্ক কিন্তু গ্যারান্টার যেহেতু সরকার থাকে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন