‘ব্রাজিলে ভারতীয় সংস্কৃতির উদযাপন’..সংস্কৃত মন্ত্রে মোদিকে স্বাগত জানানো হল ব্রাজিলে 

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- সোমবার ব্রাজিলে ভারতীয় সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংস্কৃত মন্ত্র দিয়ে স্বাগত জানাল। তাঁকে স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি লিখেছেন, “ব্রাজিলে ভারতীয় সংস্কৃতির একটি উদযাপন! রিও ডি জেনিরোতে এমন স্মরণীয় স্বাগত জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, “রিও ডি জেনিরোতে পৌঁছানোর পর ভারতীয় সম্প্রদায়ের এমন উষ্ণ এবং প্রাণবন্তভাবে স্বাগত জানানো আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তাঁদের এই শক্তিই আমাদের মহাদেশের ওপার থেকেও স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছে।”  উল্লেখ্য, এখানে আসার আগে প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরেও গিয়েছিলেন যেখানে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু-র সঙ্গে তাঁর একটি সদর্থক আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গেও দেখা করেন তিনি।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন