Bangla News Dunia, অজয় দাস :- চীনের পরে আসতে আসতে নোভেল করোনা ভাইরাস সারা বিশ্বে তার প্রভাব ফেলেছে। চীন ছাড়া ইতালি , ফ্রান্স , ইরান , জাপান , দক্ষিণ কোরিয়া , জার্মানি ও আমেরিকাতেও ভালো প্রভাব বিস্তার করেছে এই ভাইরাস। এই দিন বিশ্ব স্বাস্থ সংস্থা ( WHO ) এই ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করেছে।
ভারতের কর্ণাটকের এক বৃদ্ধার করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। তিনি সৌদি আরব থেকে ফিরেছিলেন। ভারতে এটাই করোনা ভাইরাসে প্রথম মৃত্যু। এই মৃত্যুর সততা স্বীকার করেছে ভারত সরকার। ভারতে এই পর্যন্ত ৭৪ জনের শরীরে এই ভাইরাসের লক্ষণ দেখা গেছে।
[ আরো পড়ুন :- বিপদ বাড়লো আরো , রাজ্যে করোনার পর এবার “২” সোয়াইন ফ্লুর আতঙ্ক ]
ইটালিতে এখন পর্যন্ত ১ হাজার জনের বেশি মানুষের এই ভাইরাসে মৃত্যু হয়েছে। ভারত সরকার আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বন্ধ করেছে। এছাড়া চীন ,ফ্রান্স , জাপান , দক্ষিণ কোরিয়া , জার্মানি ,স্পেন , ইরান এই সকল দেশে থেকে আশা ভারতীয়দের ১৪ দিনের করেনটিনে রাখা হবে বলে জানিয়েছে ভারত সরকার।
আজকের রঞ্জি ফাইনালের শেষ দিনে দর্শক শুন্য মাঠে খেলা হবে ম্যাচ , এছাড়া দক্ষিণ আফ্রিকার সাথে পরবর্তী দুটি ওয়ান – ডে ম্যাচ ও দর্শক শুন্য মাঠে খেলা হবে। আগামী ২৯ শে মার্চ থেকে শুরু হতে চলা IPL টুর্নামেন্ট হবে কিনা তাও সংশয় আছে। গত কালই ভারত সরকার IPL গভর্নিং টিমকে জানান যে IPL খেলতে হলে দর্শক শুন্য মাঠে খেলুন। এখন দেখার IPL কমিটি কি সিদ্ধান্ত নেয়।
এই ভাইরাসে স্পেনে মৃত্যু হয়েছে ৮৪ জনের ও জার্মানিতে মৃত্যু হয়েছে ৫ জনের। জার্মানির চ্যান্সেলর মার্কেল বলেন জার্মানির ৭০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। ইরানে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪২৯ জনের।