ভগবানের সেবার জন্য লাখ টাকা স্যালারি, কী ভাবে খুব সহজে আবেদন করবেন ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Tirupati-temple

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কাজ ভগবানের সেবা। সঙ্গে মাস গেলে মিলবে মোটা মাইনে। বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তিরুবন্নামালাইয়ের অরুলমিগু অরুণাচলেশ্বরার মন্দির। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১০৯টি পদে কর্মী নিয়োগ করবে এই মন্দির কর্তৃপক্ষ। নিরাপত্তা রক্ষী, শিক্ষক থেকে প্রযুক্তিগত সহায়তার মতো পদেও কর্মী নিয়োগ করা হবে বলে মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিভিন্ন পদের যোগ্যতামান ও মাসিক বেতন ভিন্ন।

জানা গিয়েছে, টাইপিস্ট, নিরাপত্তা রক্ষী, ক্লিনার, মন্দির সাফাইকর্মী, থিরুমঞ্জমের মতো পদেও লোক নেওয়া হবে।

টাইপিস্ট: এই পদের জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ। অবশ্যই থাকতে হবে প্রয়োজনীয় টাইপিং স্পিড। এই পদের জন্য মাসিক ১৮,৫০০ টাকা থেকে ৫৮,৬০০ টাকা পর্যন্ত বেতন মিলতে পারে।

নিরাপত্তা রক্ষী: মন্দির পাহারা, ভিড় নিয়ন্ত্রণ-সহ বাকি কাজের জন্য কর্মী নেবে মন্দির কর্তৃপক্ষ। ৭০টি রক্ষী ও গোর্খা পদে ২ জনকে নিয়োগ করা হবে মন্দিরে। সুঠাম শরীরের সঙ্গে তামিল ভালোভাবে লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। এই পদে বেতন মিলবে ১৫,৯০০ টাকা থেকে ৫০,৪০০ টাকা।

সাফাইকর্মী: এই পদের জন্যে শুধু তামিল ভাষাতে দখল থাকলেই চলবে। বেতন মিলতে পারে ১০,০০০ টাকা থেকে ৩১,৫০০ টাকা।

এ ছাড়াও বাকি বেশ কিছু পদের জন্য থাকতে হবে সেই বিষয়ে পড়াশোনা। যেমন কেউ যদি হেডমাস্টার বা শিক্ষক পদে আবেদন করে তাহলে শিক্ষকতার প্রয়োজনীয় সার্টিফিকেটের সঙ্গে প্রয়োজন পাঁচ বছর পড়ানোর অভিজ্ঞতা। এছাড়া টেকনিক্যাল পোস্টগুলির জন্য দরকার B.tech ডিগ্রি। এই পদগুলির জন্য মন্দির কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ স্যালারি হতে পারে ১ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা। ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী বাছাই। উল্লেখ্য, এই মন্দিরে নিযুক্ত সমস্ত কর্মীরা পাবেন সরকারি চাকরির সুযোগ সুবিধা।

কী ভাবে করবেন আবেদন?

এই সমস্ত পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীরা https://annamalaiyar.hrce.tn.gov.in/- এই ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। নির্দেশ অনুসারে পদ বেছে ওই ওয়েবসাইটেই আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন