ভগবান বালাজির জন্য তৈরি শাড়ি ঢুকে যাচ্ছে দেশলাইয়ের বাক্সে ! কিভাবে করে দেখালেন নাল্লা বিজয়? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঠিক যেন রূপকথার কাহিনী ! রাজকন্যার মখমলে শাড়ির কথা রূপকথার বইতে কমবেশি সকলেই পড়েছেন ৷ বাস্তবে তা সত্যি করে দেখালেন তেলেঙ্গানার শিল্পী নাল্লা বিজয় ৷ শিল্প ও ভক্তির অসাধারণ মেলবন্ধনে তৈরি হয়েছে শাড়িটি। ভগবান বালাজির জন্য তৈরি এই শাড়ি দেশলাই বাক্সের মধ্যে ঢুকে যাবে অনায়াসে ৷ হাওয়ায় মতো শাড়িটি নিজের হাতেই বুনেছেন শিল্পী ৷

অসাধারণ শিল্পকলার জন্য দেশ-বিদেশে নাম কুড়িয়েছেন শিল্পী নাল্লা বিজয় ৷ এর আগেও নিজের প্রতিভার জন্য সংবাদের শিরোনামে এসেছেন ৷ তবে এবারের পরিস্থিতি আলাদা ৷ এবার সবটাই ভক্তি আর বিশ্বাস ৷ শনিবার ভগবান বালাজির মন্দিরে শাড়িটি দেন নাল্লা ৷

সাংবাদিকদের তিনি বলেন, “প্রতিবছর ভেমুলাওয়াড়া শ্রী রাজরাজেস্বরী মা ও তিরুমালা বালাজির মন্দিরা রেশমের তৈরি শাড়ি আমরা দিই ৷ এর আগে আমার তৈরি রিংয়ের আকারে শাড়ি, কঙ্গু শাড়ি, এমনকী সোনার তৈরি শাড়িও ভগবানকে উৎসর্গ করেছি ৷ 200 গ্রাম সোনা দিয়ে বোনা শাড়িটির মূল্য ছিল 20 লক্ষ টাকা ৷” তাঁর নতুন সৃষ্টি সম্পর্কে শিল্পী নাল্লা জানান, শাড়িটি তৈরি করতে 15 দিন সময় লেগেছে ৷ হাওয়ার মতো হালকা শাড়িটির দৈর্ঘ্য সাড়ে 5 মিটার এবং প্রস্থ 48 ইঞ্চি ৷

উল্লেখ্য, তিরুমালার মন্দিরকে ঘিরে সাম্প্রতিককালে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বিগত 5 বছর ওয়াইএসআরসিপি সরকারের আমলে মন্দির কমিটি তিরুমালা তিরুপতি দেবস্থনাম (টিটিডি)-এর একাধিক অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে ৷ রিপোর্টে, বার্ষিক 1 লক্ষ টাকার বিনিময়ে তিরুপতি দর্শনের কথাও বলা হয়েছে ৷

রিপোর্টে বলা হয়েছে, টিটিডি-এর চেয়ারম্যান পদে সুব্বা রেড্ডি থাকাকালীন 4 লক্ষেরও বেশি দর্শনার্থী 1 লক্ষের টিকিট কেটে ভগবানের দর্শন করেছেন ৷ এদের প্রায় প্রত্যেকে কোনও না কোনও বিশিষ্ট ব্যক্তি বা রাজনীতিকের সাহায্য়ে এই টিকিট কেটেছিলেন ৷ রিপোর্টটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ সাম্প্রতিক সময়ে তিরুপতির প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি নিয়েও কম বিতর্ক হয়নি ৷ প্রকাশিত রিপোর্ট তাতে ঘৃতাহুতির কাজ করেছে বলে দাবি বিশ্লেষক মহলের একাংশের ৷ এরই মধ্যে সামনে এল নাল্লা বিজয়ের অসাধারণ শিল্প-সৃষ্টি।

 

তিরুমালা, 5 জানুয়ারি: ঠিক যেন রূপকথার কাহিনী ! রাজকন্যার মখমলে শাড়ির কথা রূপকথার বইতে কমবেশি সকলেই পড়েছেন ৷ বাস্তবে তা সত্যি করে দেখালেন তেলেঙ্গানার শিল্পী নাল্লা বিজয় ৷ শিল্প ও ভক্তির অসাধারণ মেলবন্ধনে তৈরি হয়েছে শাড়িটি। ভগবান বালাজির জন্য তৈরি এই শাড়ি দেশলাই বাক্সের মধ্যে ঢুকে যাবে অনায়াসে ৷ হাওয়ায় মতো শাড়িটি নিজের হাতেই বুনেছেন শিল্পী ৷

আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন

অসাধারণ শিল্পকলার জন্য দেশ-বিদেশে নাম কুড়িয়েছেন শিল্পী নাল্লা বিজয় ৷ এর আগেও নিজের প্রতিভার জন্য সংবাদের শিরোনামে এসেছেন ৷ তবে এবারের পরিস্থিতি আলাদা ৷ এবার সবটাই ভক্তি আর বিশ্বাস ৷ শনিবার ভগবান বালাজির মন্দিরে শাড়িটি দেন নাল্লা ৷

সাংবাদিকদের তিনি বলেন, “প্রতিবছর ভেমুলাওয়াড়া শ্রী রাজরাজেস্বরী মা ও তিরুমালা বালাজির মন্দিরা রেশমের তৈরি শাড়ি আমরা দিই ৷ এর আগে আমার তৈরি রিংয়ের আকারে শাড়ি, কঙ্গু শাড়ি, এমনকী সোনার তৈরি শাড়িও ভগবানকে উৎসর্গ করেছি ৷ 200 গ্রাম সোনা দিয়ে বোনা শাড়িটির মূল্য ছিল 20 লক্ষ টাকা ৷” তাঁর নতুন সৃষ্টি সম্পর্কে শিল্পী নাল্লা জানান, শাড়িটি তৈরি করতে 15 দিন সময় লেগেছে ৷ হাওয়ার মতো হালকা শাড়িটির দৈর্ঘ্য সাড়ে 5 মিটার এবং প্রস্থ 48 ইঞ্চি ৷

উল্লেখ্য, তিরুমালার মন্দিরকে ঘিরে সাম্প্রতিককালে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বিগত 5 বছর ওয়াইএসআরসিপি সরকারের আমলে মন্দির কমিটি তিরুমালা তিরুপতি দেবস্থনাম (টিটিডি)-এর একাধিক অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে ৷ রিপোর্টে, বার্ষিক 1 লক্ষ টাকার বিনিময়ে তিরুপতি দর্শনের কথাও বলা হয়েছে ৷

রিপোর্টে বলা হয়েছে, টিটিডি-এর চেয়ারম্যান পদে সুব্বা রেড্ডি থাকাকালীন 4 লক্ষেরও বেশি দর্শনার্থী 1 লক্ষের টিকিট কেটে ভগবানের দর্শন করেছেন ৷ এদের প্রায় প্রত্যেকে কোনও না কোনও বিশিষ্ট ব্যক্তি বা রাজনীতিকের সাহায্য়ে এই টিকিট কেটেছিলেন ৷ রিপোর্টটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ সাম্প্রতিক সময়ে তিরুপতির প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি নিয়েও কম বিতর্ক হয়নি ৷ প্রকাশিত রিপোর্ট তাতে ঘৃতাহুতির কাজ করেছে বলে দাবি বিশ্লেষক মহলের একাংশের ৷ এরই মধ্যে সামনে এল নাল্লা বিজয়ের অসাধারণ শিল্প-সৃষ্টি।

আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন