ভগৎ নাকি ‘সন্ত্রাসবাদী’ !

By Bangla news dunia Desk

Published on:

bhagat-singh

 

Bangla News Dunia, দীনেশ :- ভগৎ সিংকে সন্ত্রাসবাদী তকমা দিল পাকিস্তান ।

লাহোরের (Lahore) শাদমান চক বিপ্লবী শহিদ ভগৎ সিংয়ের নামে নামকরণ এবং সেখানে তাঁর মূর্তি স্থাপনের পরিকল্পনা পাকিস্তান বাতিল করেছে। পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের জেলা সরকার লাহোর হাইকোর্টকে জানিয়েছে, একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সুবাদে লাহোর মামলায় ২৩ বছর বয়সে লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের। সেই শহিদ ভগৎকে সন্ত্রাসবাদী বলে মনে করেন পাক কর্তৃপক্ষ।

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

নাম বদল ও মূর্তি বসানোর পরিকল্পনা বিচারে একটি এক সদস্যের কমিটি গড়েছিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের জেলা সরকার। জমা দেওয়া রিপোর্টে সেই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক জানিয়েছেন, ভগৎ সিং মোটেই ‘দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী’ ছিলেন না। তাঁর রিপোর্ট উদ্ধৃত করে সহকারী অ্যাডভোকেট জেনারেল আসগর লেঘারি লাহোর হাইকোর্টকে জানিয়েছেন, ‘ভগৎ সিংয়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদের গুরুতর অভিযোগ ছিল।’ অবসরপ্রাপ্ত সেনাধিকারিক তারিক মাজিদের পর্যবেক্ষণ অনুযায়ী ভগৎ সিং আইনের চোখে অপরাধী ও এখনকার ভাষায় সন্ত্রাসবাদী ছিলেন।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন