ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধানের দেহ, কিভাবে দুর্ঘটনা?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বোমা বিস্ফোরণে নিহত রাশিয়ার পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। মঙ্গলবার মস্কোতে বড়সড় এই বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। একটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে বিস্ফোরকটি রাখা ছিল। তা ফাটতেই ছিন্নভিন্ন হয়ে যায় ওই আধিকারিক এবং তাঁর সহকারীর দেহ।

রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক অস্ত্র বাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজ়ান্সকি প্রসপেক্টর আবাসনের বাইরে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। রুশ তদন্তকারী সংস্থা জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক অস্ত্র সুরক্ষার প্রধান ইগর কিরিলভ বিস্ফোরণে নিহত। বোমা হামলায় তাঁর সহকারীরও প্রাণ গিয়েছে।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

রুশ সংবাদমাধ্যমে বিস্ফোরণস্থল এবং স্কুটারের ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে ছিন্নভিন্ন দু’টি দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী। ফৌজদারি একটি মামলাও দায়ের হয়েছে। রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধানের মৃত্যু আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

উল্লেখ্য, এক দিন আগেই ইউক্রেনের তরফে ইগর কিরিলভকে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছিল। কিন্তু রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। সেই অভিযোগ,পালটা অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই এই বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছে মস্কোকে।

আরো পড়ুন:- দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন