ভাঙা ফ্রিজ় থেকে উদ্ধার খুলি, একাধিক মহিলার হাড়গোড়, কী চলত পরিত্যক্ত বাড়িতে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রায় দু’ দশক বাড়ি তালাবন্ধ ছিল। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বন্ধ বাড়িতে অসামাজিক কাজ হচ্ছে। এর পর এক পঞ্চায়েত সদস্যের অনুরোধে ওই বাড়িতে অনুসন্ধানে যায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় মানব দেহের খুলি ও হাড়গোড়। সাড়া পড়ে যায় কেরালার কোচি শহরে। তবে বুধবার পুলিশ জানাল, সম্ভবত সেই সব খুলি ও হাড়গোড় শিক্ষামূলক কাজে ব্যবহার হতো।

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। কোচির চোত্তানিকারার ইরুভেলি প্যালেস স্কোয়ারের কাছে ১২ একর জমিতে ওই বাড়ি। পুলিশ জানিয়েছে, পেল্লায় ওই বাড়ির ভিতর একটি পুরোনো ভাঙা রেফ্রিজ়ারেটরে চাদরে মোড়া অবস্থায় রাখা ছিল ওই খুলি ও হাড়গোড়। অক্ষত ছিল মেরুদণ্ড-সহ সমস্ত হাড়গোড়।

আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা। এক ক্লিকে PDF Download করে নিন

মাথার খুলিটি মানুষেরই বলে আগেই জানিয়েছিল পুলিশ। এ দিন তারা জানিয়েছে, খুলি এবং অন্যান্য হাড়ে বেশ কিছু চিহ্ন রয়েছে। তার ভিত্তিতে অনুমান করা হচ্ছে, বেশ কয়েক বছর ধরে ডাক্তারি শিক্ষায় সেই সব ব্যবহার হতো।

প্রাথমিকভাবে খুলিটি বহু বছরের পুরোনো বলে মনে হলেও, তার সঠিক বয়স এখনও নির্ধারণ করা যায়নি। তবে ফরেন্সিক বিশেষজ্ঞরা খুলিটি এবং অন্যান্য হাড়গুলি পরীক্ষা করছেন। প্রাথমিকভাবে তাঁদের দাবি, হাড়গুলি একাধিক মহিলার। কী ভাবে সেগুলি ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে ওই খুলি ও হাড়গুলির সঙ্গে বাড়িটির মালিকের যোগ থাকতে পারে বলে পুলিশের অনুমান। সূত্রের খবর, বাড়িটি মঙ্গলসেরি ফিলিপ জন নামে এক ডাক্তারের। তিনি কোচির দীর্ঘদিনের বাসিন্দা। ওই ডাক্তারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন