ভারতকে বিরুদ্ধেই কেন বারবার বড় রান? মুখ খুললেন ট্রাভিস হেড

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এই মুহূর্তে তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার বললেও ভুল বলা হবে না। টেস্ট হোক বা টি২০, কঠিন পরিস্থিতিতে দলকে বাঁচিয়েছেন বহুবার। আর ভারতকে দেখলে যেন আরও গর্জে ওঠে তাঁর ব্যাট। তিনি ট্রাভিস হেড, গ্যাবায় তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের সেঞ্চুরি করে শিরোনামে। প্রথম টেস্টে ৮৯, দ্বিতীয় টেস্টে ১৪০ এর পর এ বার ১৫২। ভারতের বিরুদ্ধে তাঁর এই রেকর্ড নিয়ে এবার মুখ খুললেন ট্রাভিস হেড নিজেই।

অজ়ি তারকা বলেন, ‘ভারতের বিরুদ্ধে বহুবার খেলেছি। পরিচিত প্রতিপক্ষ হওয়ায় রান আসে সহজে। পারথ ও অ্যাডিলেডের পর এই ম্যাচেও বড় রান করতে পেরে ভালো লাগছে। তবে ভারত যথেষ্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। জশপ্রীত ওদের বোলিং আক্রমণের মূল। বুমরার কয়েকটা স্পেলে ভাগ্যক্রমে আউট হইনি। তবে আমার লক্ষ্য বড় ইনিংস খেলা এবং দলকে সাহায্য করা। আমার মনে হয়, যত বেশি আত্মবিশ্বাসী হয়ে খেলা যায় ততই ভালো।’

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। বড় ইনিংস গড়া নিয়ে হেড বলেন, ‘দ্বিতীয় নতুন বলে আমি রান করার জন্য মুখিয়ে ছিলাম। তবে দেখলাম, বলে অনেক মুভমেন্ট রয়েছে, তাই বল আসতে দিয়েছি ব্যাটে। প্রথম নতুন বলেও সুইং ও বাউন্স ছিল, তাই প্রথম তিন ব্যাটার আমাদের খেলার মঞ্চ গড়ে দিয়েছিল। আমি সুযোগ পেলেই রান করার জন্য মুখিয়ে থাকি। তবে রেকর্ড গড়ার জন্য নয়, দলের হয়ে ভালো খেলতে চাই।’

ভারতের বিরুদ্ধে টেস্টে হেডের ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়। ১৩ ম্যাচে ২২ ইনিংসে ১১০৭ রান করেছেন। ব্যাটিং গড় ৫২.৭১। রয়েছে তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফসেঞ্চুরিও। সব ফরম্যাট মিলিয়ে শেষ ১১ ম্যাচে ভারতের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৮০।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

 

 

মন্তব্য করুন