ভারতীয় অর্থনীতির সুদিন দেখছেন নতুন RBI গভর্নর, পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি-র গতি মন্থর হলেও ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে তা নিয়ে সে রকম চিন্তা দেখা যাচ্ছে না। উল্টে ভারতীয় অর্থনীতির প্রতি তাঁদের বিশ্বাস আগামী দিনে সার্বিক ভাবে অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই আশাবাদী রিজ়ার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রা। রবি এবং খারিফ শস্যের উন্নত ফলনের কারণে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার আগামী দিনে কমবে এবং তার ফলে ক্রেতা ভোগব্যয় বাড়বে। যা অর্থনীতির ভিত্তি মজবুত করবে বলেই তিনি মনে করেন।

শীর্ষ ব্যাঙ্ক ডিসেম্বরে তাদের আর্থিক স্থিতাবস্থা রিপোর্ট (ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট) বের করেছে। ওই রিপোর্টের মুখবন্ধে মালহোত্রা বলেছেন, ‘বিশ্বের বৃহত্তর অর্থনৈতিক পরিসরে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। তা সত্ত্বেও চলতি অর্থবছরের প্রথমার্ধে অর্থনৈতিক কার্যকলাপের মন্থর গতি কাটিয়ে উঠে ভারতীয় অর্থনীতির উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে।’

চলতি মাসের গোড়ায় আরবিআই-এর গভর্নরের দায়িত্ব নেওয়ার পরে ভারতীয় অর্থনীতি নিয়ে এই প্রথম তাঁর মতামত জানালেন মালহোত্রা।

আরো পড়ুন: দুটি চালু ওষুধের নকল বাজারে ঘুরছে। এই নিয়ে সতর্কবার্তা কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার, বিস্তারিত জানুন

তাঁর কথায়, ‘আগামী দিনগুলিতে দেশে ব্যবসার পরিবেশ এবং পরিস্থিতি ভালোই থাকবে বলে ক্রেতা এবং শিল্পসংস্থা, উভয়েই আশাবাদী। নতুন বছরে শক্তিশালী হিসাবের খাতা এবং বিপুল মুনাফা পুঁজি করে আসরে নামছে শিল্পসংস্থাগুলি। যা অর্থনীতির চালিকা শক্তি হিসাবে কাজ করবে।’

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলির স্থিতাবস্থা রক্ষার দিকে শীর্ষ ব্যাঙ্কের প্রখর নজর থাকবে। আরও বিশদে বলতে গেলে আর্থিক প্রতিষ্ঠানগুলির চালিকা ব্যবস্থায় স্থিতাবস্থা রক্ষা করার পাশাপাশি আর্থিক স্থিতাবস্থার উপরেও জোর দেওয়া হবে। ভারতীয় অর্থনীতির বিপুল বৃদ্ধির পক্ষে যা সহায়ক হবে বলে মালহোত্রা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আকাঙ্খা পূরণের যে লক্ষ্য কেন্দ্র নিয়েছে তার পিছনে শক্তি হয়ে দাঁড়াতে সাধারণের বিশ্বাস এবং আত্মবিশ্বাস অর্জনের কাজ চালিয়ে যাওয়া হবে। গ্রাহক কেন্দ্রিক, প্রযুক্তি নির্ভর এবং আর্থিক ভাবে সমৃদ্ধ আধুনিক আর্থিক ব্যবস্থা তৈরির জন্য আমরা দায়বদ্ধ।

আরো পড়ুন:– ভয়াবহ ১০ বিপর্যয় যা বিপুল ক্ষতি করেছে এ বছরে, জানুন বিস্তারিত

দেশের আর্থিক ক্ষেত্র নিয়েও তাঁর আশার কথা রিপোর্টের মুখবন্ধে জানিয়েছেন মালহোত্রা। বিপুল আয়, কমে যাওয়া অনাদায়ী ঋণ এবং মূলধনের বিকল্প জোগান ব্যবস্থা থাকায় দেশের আর্থিক ক্ষেত্র অত্যন্ত ভালো জায়গায় রয়েছে বলে মনে করেন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর।

ভারতের ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলির চাপ নেওয়ার ক্ষমতা (স্ট্রেস টেস্ট) পরীক্ষা করে দেখা গিয়েছে খুব খারাপ পরিস্থিতিতেও সেগুলির মূলধনের জোগান ন্যূনতম যত থাকা উচিত, তার থেকেও বেশি থাকবে।

রাজনৈতিক এবং অর্থনৈতিক নীতি অনিশ্চয়তার কারণে তৈরি হওয়া ঝড় ঝাপটা সরিয়ে বিশ্ব অর্থনীতি স্থির, অবিচল রয়েছে বলেই মালহোত্রার পর্যবেক্ষণ। রুশ-ইউক্রেন, ইজ়রায়েল-গাজ়া সমেত বিভিন্ন দেশের অশান্ত পরিবেশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের আকাশেও ঘনিয়ে আসা কালো মেঘ বিশ্ব অর্থনীতির পথ সংকীর্ণ করতে পারেনি বলেই তাঁর দাবি।

ক্রমেই কমতে থাকা মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক সম্ভাবনা উজ্জ্বল করলেও মধ্য মেয়াদে পরিস্থিতি খুব একটা সহজ হবে না বলে সতর্ক করেছেন আরবিআই গভর্নর।

আরো পড়ুন: শ্বশুরবাড়ি থেকে 12 বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার!

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন