ভারতীয় পণ্যের ওপর বেশি বেশি ট্যাক্স চাপানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। কারণ জানতে বিস্তারিত পড়ুন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় পণ্যে কর চাপানো নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভারত, ব্রাজিলের মতো দেশের পণ্যে রেসিপ্রোকাল ট্যাক্স উচ্চ হারে চাপানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। ভারত ও ব্রাজিলের মতো দেশ মার্কিন মুলুক থেকে আমদানি করা পণ্যের উপর উচ্চহারে কর ধার্য করে। তুলনায় ওই সমস্ত দেশ থেকে আমেরিকায় যে পণ্য যায়, তাতে তুলনায় কম হারে কর ধার্য হয় বলে দাবি ট্রাম্পের। এই সমস্ত দেশ যদি মার্কিন পণ্যের উপর করের হার না কমায়, তাহলে আমেরিকাও করের হার বাড়াবে বলে জানিয়েছেন তিনি। পাল্টা শুল্ককেই রেপিপ্রোকাল ট্যাক্স হিসাবে তিনি উল্লেখ করেছেন।

আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

এ বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘যদি ওরা আমাদের উপর করা চাপায়, আমিও একই হারে কর ধার্য করব। ওরা কর চাপাবে। আমরাও কর চাপাবো। রেসিপ্রোকাল ট্যাক্স। এখন অধিকাংশ ক্ষেত্রে ওরা আমাদের উপর কর চাপাচ্ছে, কিন্তু আমরা ওদের উপর কর চাপাচ্ছি না।’ চিনা পণ্যে উচ্চহারে কর চাপানোর প্রেক্ষিতে এ কথা বলেছেন ট্রাম্প। তা বলতে গিয়ে ভারত ও ব্রাজিলের নাম স্পষ্টভাবে নিয়েছেন। রেসিপ্রোকাল শব্দ কেন ব্যবহার করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। বলেছেন, ‘রেসিপ্রোকাল শব্দটা গুরুত্বপূর্ণ। কারণ কেউ যদি আমাদের উপর কর চাপায়, আমাদেরও বিষয়টি নিয়ে বলতে হবে। যদি ভারত আমাদের উপর ১০০ শতাংশ কর চাপায়, আমরা কোনও পদক্ষেপ করব না? ভারত প্রচুর কর নেয়। ব্রাজিলও অনেক কর নেয়। তারা যদি সেটা করতে চায়, খুব ভালো কথা। কিন্তু আমরাও পাল্টা কর চার্জ করব ওদের উপর।’

আরো পড়ুন:- তৈরি হয়ে গিয়েছে ক্যান্সারের টিকা, বড় দাবি রাশিয়ার। কবে থেকে দেওয়া হবে, জানিয়ে দিলো

ট্রাম্পের এই হুঁশিয়ারি যে খুব নতুন, এমন নয়। নির্বাচনী প্রচারের সময় থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একাধিকবার মার্কিন পণ্যে ভারতের বসানো কর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প যদি এই রাস্তায় হাঁটেন তাহলে ভারতের অর্থনীতির জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠবে। কর ধার্যের জেরে মার্কিন মুলুকে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে। যার জেরে বিক্রিতে বড় ধাক্কার আশঙ্কা থাকবে। আবার ট্রাম্পের চাপে ভারত কর কমালে দেশীয় পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন