Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বড় বদল আসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগেই ২০২৫ সাল থেকেই ভারতের প্রতিরক্ষা বাহিনীর ‘থিয়েটারাইজেশন’ বা একত্রীকরণের লক্ষ্যে ব্যবস্থা নেওয়া শুরু হবে। বছরের প্রথম দিনই সেই লক্ষ্যে করা হল প্রথম পদক্ষেপ। এ দিন থেকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের জন্য ব্যক্তিগত স্টাফ অফিসার বা ‘এইড-ডি-ক্যাম্প’ নিয়োগ করা হবে তাদের ‘সিস্টার সার্ভিস’ থেকে।
অর্থাৎ, সেনা প্রধান তাঁর ব্যক্তিগত স্টাফ অফিসার পাবেন নৌবাহিনী বা বায়ুসেনা থেকে। একই ভাবে নৌসেনা প্রধান ও বায়ুসেনা প্রধানরাও তাঁদের ব্যক্তিগত স্টাফ অফিসার পাবেন নিজ পরিষেবা ভিন্ন বাকি দুই পরিষেবা থেকে। এত দিন পর্যন্ত তিন পরিষেবার প্রধানরাই তাঁদের ব্যক্তিগত স্টাফ অফিসারদের পেতেন শুধুমাত্র তাদের নিজস্ব পরিষেবা থেকে। এই প্রথম অন্য বাহিনী থেকে বাহিনীর প্রধানদের জন্য এইড-ডি-ক্যাম্প নিয়োগ করা হবে।
এটা তিন বাহিনীর একত্রীকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ২০২০ সালে প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে জেনারেল বিপিন রাওয়াতকে নিয়োগ করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল অনিল চৌহান, ঐকমতের ভিত্তিতে চলা এক পদ্ধতিতে তিন বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। তবে, ২০২৫ সালের মধ্যে তিনটি ভিন্ন বাহিনীর এক অভিন্ন বাহিনীকে দেখা যেতে পারে।
আরও পড়ুন:– R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত
বর্তমানে ভারতের সেনা, নৌসেনা এবং বায়ুসেনার দেশ জুড়ে পৃথক পৃথক কমান্ড রয়েছে। ‘থিয়েটারাইজেশন’ হলে তিন বাহিনীর ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে, একই থিয়েটার কমান্ডের আওতায় তিন বাহিনীর সদস্যরাই থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ায় প্রতিরক্ষা বাহিনীর থিয়েটারাইজেশন বাস্তবায়িত হয়েছে।
তবে তিন দেশেই কোনও একটি থিয়েটার কমান্ডে তিন বাহিনীই সতন্ত্র পরিচয়ে নিজেদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। ভারতের থিয়েটার কমান্ডের আওতায় কিন্তু তিন বাহিনীর আর স্বতন্ত্র পরিচয় থাকবে না। তারা একটি অভিন্ন বাহিনী হিসেবেই কাজ করবে। এই ধরণের থিয়েটার কমান্ড স্থাপনে ভারতই হবে বিশ্বের প্রথম গণতান্ত্রিক দেশ।
তবে, তার আগে অনেক কাজ বাকি আছে। প্রায় ২০০টি সমস্যা চিহ্নিত করা হয়েছে, যেগুলির সমাধান প্রয়োজন। এই অবস্থায় অপারেশন ও ইন্টেলিজেন্স, অপারেশনাল লজিস্টিকস, স্কিল ডেভেলপমেন্ট, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সহায়তা পরিষেবা, মানবসম্পদ ও প্রশাসন ও আইনি দিক – এই আটটি মূল বিষয়ের অধীনে তিন বাহিনীর মধ্যে অভিন্নতা বৃদ্ধির পদক্ষেপ করা হচ্ছে।
আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল
আরও পড়ুন:– কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025