Bangla News Dunia, Pallab : ভারতীয় রেলের তথা RRB তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় 50 হাজার এরও বেশি শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ করা হবে। এখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে যে কোনো উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থী । আমরা এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সাহায্য করবে। চলুন তাহলে সমস্ত বিষয়টা বিস্তারিত দেখে নিন –
পদের নাম (Post Name) :
RRB এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদের মধ্যে Maintainer, Pointsman সহ আরও বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা :
গ্রুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাস্ থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে ITI পাস থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) :
ওপরে উল্লেখিত সমস্ত পদগুলোতে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হিতে হবে নূন্যতম 18 বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
মোট কতগুলি শূন্যপদ (Total Vacancy) :
মোট 58,242টি পদে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি।
আবেদন পদ্ধতি :
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের । তারজন্য RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে চাকরিপ্রার্থীদের । রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মকে যাবতীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 23.01.2025 তারিখ পর্যন্ত।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025