Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলতি বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে এক অভিনব আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৬ জানুয়ারি, ২০২৫-এ পূর্ণ হতে চলেছে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর। এই উপলক্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের কাছে এক বিশেষ আহ্বান জানিয়েছেন।
১১৭ তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যেক দেশবাসীকে ভারতীয় সংবিধান পড়ার, সংবিধানের প্রস্তাবনা পড়ার আহ্বান জানান। তিনি জানান একটি নতুন ওয়েবসাইট আনা হয়েছে। যেখানে প্রত্যেক ভারতবাসী নানা ভাষায় সংবিধান পড়ার সুযোগ পাবেন।
আরো পড়ুন:– 3 বছর বয়সে মুখস্থ 100 দেশের নাম, বিরল প্রতিভাকে স্বীকৃতি ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের
সংবিধান পড়ার জন্য ছাত্রসমাজকে আলাদা করে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি সংবিধান নিয়ে তাঁদের কোনও প্রশ্ন থাকলে সেটাও ওই ওয়েবসাইটে করা যাবে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী এও বলেন যে তিনি যে প্রধানমন্ত্রী হিসাবে সকলের সামনে দাঁড়িয়ে আছেন তাও ওই সংবিধানের দান। হামারা সংবিধান, হামারা স্বাভিমান, ট্যাগ লাইনে সংবিধানের ৭৫ বর্ষপূর্তি পালন করছে ভারত।
এদিন সংবিধানের ৭৫ বর্ষপূর্তি ছাড়াও প্রয়াগরাজে হতে চলা মহা কুম্ভমেলার প্রস্তুতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান তিনি হেলিকপ্টারে মেলার প্রস্তুতি ঘুরে দেখেছেন। তা যেমন বিশাল, তেমন সুন্দর।
এই মেলাকে বৈচিত্র্যের মিলনক্ষেত্রে বলেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। একতার মন্ত্রকে শক্তিশালী করার বার্তা দেয় এই মেলা। প্রধানমন্ত্রী বলেন, এখানে যেমন কোটি কোটি মানুষের সমাগম হতে চলেছে, তেমনই লক্ষ লক্ষ সাধু মহন্ত হাজির হবেন এই মহা কুম্ভমেলায়।
আরো পড়ুন:– PAN 2.0 এবং PAN Card এর মধ্যে আসল পার্থক্য কোথায়? 90% মানুষ জানেন না! বিপদে পড়ার আগে জেনে নিন
আরো পড়ুন:– মহারাষ্ট্র ATS-এর হাতে পাকড়াও ১৩ বাংলাদেশি, কেন ভারতে ঢুকেছিল তারা? জেনে নিন