ভারতীয় হিসাবে প্রথম, দেশের মুকুটে গৌরবোজ্জ্বল পালক জুড়ে দিলেন অনুষ্কা সেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

anushka-sen

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কয়েকদিন আগেই প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসাবে শ্রেয়া ঘোষালকে ইকুয়াল গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে বেছে নিয়েছে বিশ্বখ্যাত অডিও স্ট্রিমিং পোর্টাল স্পটিফাই। সেই সম্মান অর্জনের পর তাঁর অতি বৃহৎ ছবি ফুটে ওঠে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। যা ভারতীয়দের গর্বিত করেছিল।

 

আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

এবার সেই টাইমস স্কোয়ারেই আর এক বঙ্গতনয়া ভারতের মুকুটে নতুন পালক জুড়ে দিলেন। তিনি অনুষ্কা সেন। একাধারে অভিনেত্রী তথা গায়িকা অনুষ্কাই প্রথম কোনও ভারতীয় শিল্পী যিনি নিউ ইয়র্কের অতি প্রসিদ্ধ টাইমস স্কোয়ারের স্টেজ মাতালেন। এর আগে কোনও ভারতীয় শিল্পী টাইমস স্কোয়ারের স্টেজে কোনও পারফরমেন্স উপস্থাপিত করতে পারেননি।

২২ বছরের অনুষ্কাকে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন পাশ্চাত্যে সঙ্গীতশিল্পী হিসাবে পরিচিতি দিল। এখানে এওয়াই ইয়ংয়ের বিখ্যাত ব্যাটারি ট্যুর সঙ্গীত অনুষ্ঠানের অংশ হয়েছেন অনুষ্কা।

প্রোজেক্ট ১৭ শিরোনামে এই অনুষ্ঠানে তিনি যে গান গেয়েছেন তাতে সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী কেন লিউইস। তবে এই অনুষ্ঠানে গান গাওয়া কেবল বিনোদনের জন্য গান পরিবেশনই নয়। এখানে লুকিয়ে ছিল একটি বার্তাও।

আমাদের এই গ্রহের আবহাওয়াকে সুন্দর রাখা এবং আগামী দিনে পৃথিবী কি রূপ নিতে চলেছে তা সকলের সামনে তুলে ধরা এবং তাঁদের সচেতন করাও ছিল এই সঙ্গীতানুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

ফলে বিনোদন এবং জনসচেতনতা ২ মিলে গিয়েছিল টাইমস স্কোয়ারের স্টেজে হওয়া এই সঙ্গীতানুষ্ঠানে। যেখানে প্রথম ভারতীয় কোনও শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করলেন বঙ্গতনয়া অনুষ্কা সেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

 

আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন