ভারতেও চীনা ভাইরাস HMPV-র থাবা, দিল্লিতে অ্যাডভাইজারি জারি, COVID-19 এর মতোই ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : নয়া চিনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে। ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস। বেঙ্গালুরুর আট মাসের এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে HMPV, সূত্রের খবর এমনই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সতর্ক দিল্লি প্রশাসন।

দিল্লির স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি অ্যাডভাইসরি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও রোগীর শরীরে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI) দেখা গেলে তাঁর রক্ত এবং লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠাতে হবে। একইসঙ্গে প্যারাসিটামল, কফ সিরাপ, অ্যান্টিহিস্টামাইন, ব্রঙ্কোডাইলেটরসের মতো ওষুধগুলি মজুত রাখার কথা বলা হয়েছে। এই রোগের ক্ষেত্রেও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যাচ্ছে। ফলে অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার কথা বলা হয়েছে। সন্দেহভাজন HMPV আক্রান্তদের আইসোলেশনে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এই HMPV কী?

করোনা অতিমারীর পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত। কিন্তু এরই মধ্যে চিনে নতুন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেই দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (HMPV) আক্রান্ত বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হচ্ছে। তাতে দেখা যাচ্ছে হাসপাতালে উপচে পড়া ভিড়। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি ‘বাংলা নিউজ দুনিয়া’।

এই ভাইরাসের উপসর্গগুলির মধ্যে রয়েছে ঠান্ডা লাগা, কফ, গলা ব্যথা, সর্দি। কিছু ক্ষেত্রে ফুসফুসে সংক্রমণও দেখা যাচ্ছে। যদিও বেজিং দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। শীতের সময় এই ধরনের রোগের বাড়বাড়ন্ত দেখা যায়। চিনের নাগরিক এবং সেখানে থাকা বিদেশিরা সুস্থ রয়েছেন। যদিও ভাইরাল ভিডিয়োগুলি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বেজিং।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন