Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অভিযোগ, বাংলাদেশের হলেও যুগ-যুগ ধরে কোদলা নদীর প্রায় পাঁচ কিলোমিটারের মতো জায়গা ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সরকারের দখলে ছিল। সোমবার সেই জায়গা ‘দখলমুক্ত’ করা হয়েছে বলে দাবি করল বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ দিন সাংবাদিক বৈঠকে মহেশপুর-৫৮ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শাহিদ জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখলে থাকা প্রায় পাঁচ কিমি কোদলা নদীর অংশবিশেষ ‘দখলমুক্ত’ করে নিজেদের ‘দখল’ প্রতিষ্ঠা করেছে বিজিবি। পরে তিনি সাংবাদিকদের নিয়ে নদীর ওই অংশ পরিদর্শনে যান। দেখা যায়, মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছেন। অনেকে আবার স্নানও সারছেন।
মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান জানান, আগে তাঁদের এলাকার মানুষ নদীতে নামলে বা মাছ ধরলে বিএসএফ ভয় দেখাতো। বিজিবি দখল নেওয়ার পর থেকে তাঁরা স্বাভাবিক ভাবেই নদীতে নামতে পারছেন। কোদলা নদীতে বাংলাদেশের ‘দখল প্রতিষ্ঠিত’ হওয়ায় বেশ আনন্দ ও উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে স্থানীয়দের।
তাঁদেরই একজন, ভাগচাষি আলমগীর বলেন, ‘এখন থেকে নদীর বাংলাদেশ অংশে নিয়মিত মাছ ধরা যাবে ও নিত্যদিনের কাজকর্ম সারা যাবে। আগে বিএসএফ এ নদীতে আমাদের কিছুতেই নামতে দিত না।’
আজিজুস শাহিদ বলেন, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর ৫ কিমি বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। তবে, এতদিন বাংলাদেশের লোকজন নদীতে কিছুই করতে পারতেন না। মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে গেলে বাধা দেওয়া হতো। সম্প্রতি বিএসএফ-এর সাথে আলোচনা করে এ নদীতে বিজিবির দখলদারী প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব কিছু ভোগ দখল করতে পারবে।
আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025