Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজ জানুয়ারি মাসের ১৩ তারিখ। এই ১৩ দিনে ভারতে প্রায় ৮ লক্ষ শিশু জন্মগ্রহণ করেছে। তাদের প্রত্যেকেই জেন বিটা। কিন্তু বেবি ফ্যাঙ্কি হলো ‘জেন বিটা’-এর প্রথম শিশু। মিজোরামের আইজলে ১ জানুয়ারি রাত ১২টা বেজে ৩ মিনিটে জন্মগ্রহণ করেছে ফ্যাঙ্কি। ২০২৫ সালে ভারতে জন্মানো ও বিটা প্রজন্মের প্রথম মানুষ। এই বেবি বয় জন্মগ্রহণ করেছে আইজলের ডার্টল্যাঙের সিনড হাসপাতালে। একদম সুস্থ ফ্যাঙ্কির জন্মের সময় ফ্যাঙ্কির ওজন ছিল ৩.১২ কেজি।
ফ্র্যাঙ্কি রেট্রোঅ্যাটডকা জাদেং-এর হাত ধরে ভারতে শুরু হয়েছে জেন বিটা। তবে, ফ্র্যাঙ্কির একজন দিদিও রয়েছে। সে যদিও জেন আলফা। ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত যারা জন্মেছে, তারা জেনারেশন আলফা। তাদের ঠিক পরের জন্মই হলো জেনারেশন বিটা। ২০২৫ থেকে শুরু এই প্রজন্ম। চলবে আগামী ২০৩৯ সাল পর্যন্ত। অর্থাৎ, আগামী ১৫ বছর ধরে যে সব শিশু জন্মাবে, তারা প্রত্যেকেই হবে ফ্র্যাঙ্কির জেনারেশন।
আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন
আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত
ফ্র্যাঙ্কি ভারতের প্রথম বিটা বেবি হলেও, বিশ্বের প্রথম সে নয়। অস্ট্রেলিয়ার রেমি হলো পৃথিবীর প্রথম জেন বিটা বেবি। ফ্র্যাঙ্কি, রেমি এরা প্রত্যেকে ছোটবেলা থেকেই প্রযুক্তির সাহচর্য পাবে। এদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকবে এআই। রোজকারের জীবন, পড়াশোনা থেকে স্বাস্থ্য, বিনোদন, কর্মক্ষেত্রে সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশন। এমনটাই বলছেন সোশ্যাল রিসার্চার মার্ক ম্যাকক্রিন্ডল। ‘জেন আলফা’, ‘জেন বিটা’-এর নামকরণের কৃতিত্ব মার্কেরই। এই প্রজন্ম সবচেয়ে বেশি ব্যবহার করবে স্বয়ংক্রিয় গাড়ি, ওয়্যারেবল হেল্থ টেকনোলজি ও ইমার্সিভ ভার্চুয়াল এনভায়রনমেন্ট।
ম্যাকক্রিনডল রিসার্চের করা গবেষণা বলছে, ‘জেন বিটা’-এর বেশিরভাগ মা-বাবারা হলেন নব্বই দশকের ছেলেমেয়েরা। কেউ শেষভাগের মিলেনিয়াল, আবার কেউ ‘ইয়ং’ জেন জ়ি। ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, তারা ‘মিলেনিয়াল’। ১৯৯৭ থেকে ২০০৯ সালের মধ্যে জন্মগ্রহণ করা প্রজন্ম হলো জেন জ়ি। এই দুই প্রজন্মও প্রযুক্তি-সচেতন। সিরি, অ্যালেক্সা এদের জীবনেরও অংশ। সোশ্যাল মিডিয়ার ব্যবহার থেকে এআই—সবই তারা জানে। তাই আশা করা হচ্ছে, জেন আলফা ও জেন বিটাকে ‘মানুষ’ করে তোলার সময়, বিশেষত প্রযুক্তির ক্ষেত্রে খুব একটা সমস্যায় পড়তে হবে না বাবা-মায়েদের।
আরও পড়ুন:– LPG গ্যাস অতীত, সস্তার গ্রিন হাইড্রোজেনে এবার রান্না হবে সকলের। দারুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025