Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্রিটেন হল পৃথিবীর সেই দেশ যেখানে প্রথম রেল চালু হয়েছিল। পৃথিবী চিনেছিল এই দ্রুতগামী যানকে। ১৮২৫ সালে প্রথম রেল তার যাত্রা শুরু করে ব্রিটেনে। ব্রিটেন তার রেল যাত্রার ২০০ বছর পালন করছে বেশ ধুমধাম করেই।
অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেসব অনুষ্ঠানে জায়গা পেয়েছে ভারতের একটি সিনেমা। ভ্যালেন্টাইনস ডে-তে ২ দেশের সাংস্কৃতিক সম্পর্ককে সামনে রেখে প্রেমের যাদুকাঠি ছুঁইয়ে দেবে ভারতের এই সিনেমা। যা ভালবাসার দিনে এক প্রতীক হয়ে থাকতেই পারে।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তার ৩০ বছর পালন করতে চলেছে। সেই ৩০ বছর পূরণ করাটা আরও ঝলমলে হয়ে উঠবে ব্রিটেনের রেলওয়ে নেটওয়ার্কের অনুষ্ঠানে তার অন্তর্ভুক্তি দিয়ে।
ব্রিটেন ডিডিএলজে-কেই বেছে নিয়েছে প্রেমের দিনে প্রেমের ভাষায় তাদের রেল যাত্রার ২০০ বছর পূর্তি উৎসব পালনে। শাহরুখ খান ও কাজল অভিনীত ডিডিএলজে এমন এক সিনেমা যার অনেকটা ব্রিটেনের বিভিন্ন জায়গায় চিত্রায়িত হয়েছিল।
সেখানে ব্রিটেনের কিংস ক্রস রেলস্টেশনেই রাজ ও সিমরন অর্থাৎ সিনেমার নায়ক নায়িকার প্রথম দেখা। সেটাই এবার সামনে তুলে ধরে প্রেমের ভাষা বোঝাতে চাইছে ব্রিটেন রেল নেটওয়ার্ক।
এর মধ্যে দিয়ে ২ দেশের সাংস্কৃতিক সম্পর্ক যেমন তুলে ধরা হবে, তেমনই ট্রেন যাত্রা ও প্রেমকে তুলে ধরা হবে এই সিনেমাকে সামনে রেখে।
আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে