ভারতের ১০ জন মহান প্রাচীন বিজ্ঞানী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

indian science

Bangla News Dunia, Pallab : ভারতের ১০ জন মহান প্রাচীন বিজ্ঞানী —–

১. মহর্ষি সুশ্রুত – বিশ্বের প্রথম সার্জন

২। কানাদা – জন ডাল্টনের ২৫০০ বছর আগে পরমাণু তত্ত্ব গঠন করে

৩। অনেক গাণিতিক ধারণা যেমন পাই এর মান নির্ধারণ এবং শূন্যের আবিষ্কার মহান গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্যভট্টের জন্য দায়ী

৪. নাগার্জুনা – ধাতুবিদ্যার অন্যতম প্রথম প্রবক্তা

৫। “পিথাগোরাস” তত্ত্ব – পিথাগোরাস থিওরাম আসলে পিথাগোরাস আবিষ্কার করেনি। পিথাগোরাসের ১০০ বছর আগে ভারতীয় ঋষি ও গণিতবিদ বৌদ্ধায়নার দ্বারা এটি বর্ণিত হয়েছিল।

৬. মহর্ষি চড়ক আয়ুর্বেদ নীতিতে প্রধান অবদানকারী ছিলেন একজন

৭. ভ্যাগভট্ট – আয়ুর্বেদ এর প্রধান গবেষক এবং প্রবক্তা একজন

৮. বরাহমিহির ছিলেন সর্বকালের সেরা জ্যোতির্বিদদের একজন। তিনিই প্রথম ব্যক্তি যিনি মাধ্যাকর্ষণ ধারণা প্রকাশ করেছিলেন।

৯। শ্রীধর আচার্য – প্রথম ব্যক্তি যিনি চতুর্থাংশ সমীকরণের সমাধান করার জন্য একটি অ্যালগোরিদম দিয়েছেন

১০। দশম সংখ্যা পদ্ধতির পূর্ণ ও পদ্ধতিগত ব্যবহার নিয়ে প্রথম রচনা লিখেছেন ভাষাক্রাচার্য্য
ঠিক প্রাচীনকাল থেকেই, ভারত জ্ঞান, বিজ্ঞান ও আবিষ্কারের কেন্দ্রস্থল হয়ে আছে। ভারতীয় বিজ্ঞানীরা আরও কয়েকটি ল্যান্ডমার্ক আবিষ্কার ও আবিষ্কার উপহার দিয়েছেন বিশ্বকে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন