Bangla News Dunia, দীনেশ : ভারতে থাবা বসাল চিনের (China) নয়া ভাইরাস এইচএমপিভি (HMPV)। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে (Bengaluru) এক আট মাসের শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সরকারি ল্যাবে শিশুর নমুনা পরীক্ষা হয়নি। বেসরকারি হাসপাতালের ল্যাবেই টেস্ট হয়েছে। তবে সেই রিপোর্টে সংশয় প্রকাশ করার কোনও কারণ নেই।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
ভারত সরকারের তথ্য অনুযায়ী, বহু বছর আগেও দেশে হিউম্যান মেটানিউরোভাইরাস (Human Metapneumovirus) বা এইচএমপিভি ভাইরাস পাওয়া গিয়েছিল। সাধারণত ১১ বছরের কম বয়সি শিশুদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছে। কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ভাইরাসের কোন স্ট্রেনে শিশুটি আক্রান্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। চিনে এই ভাইরাসের কোন স্ট্রেন ছড়িয়ে পড়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। তবে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
গতকালই এই ভাইরাসের কথা উল্লেখ করে কেরল সরকারের তরফে সাধারণ মানুষকে কোনওরকম আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়। বাড়ির বাইরে যেতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে অন্তঃসত্ত্বা ও প্রবীণ নাগরিকদের। একই সতর্কতা জারি হয়েছে তেলেঙ্গানাতেও। যদিও শনিবার স্বাস্থ্যমন্ত্রক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা বাঞ্ছনীয়।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025