Bangla News Dunia, দীনেশ : ভারতে নির্বাচন (India Election) নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে মেটা কর্তৃপক্ষকে তলব করতে চলেছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি (Parliamentary Standing Committee)। তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে জানান, ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে মেটা কর্তৃপক্ষকে তলব করা হবে। এক্স হ্যান্ডলে পোস্ট করে দুবে বলেন, ‘গণতান্ত্রিক দেশ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ালে তাদের ইমেজ খারাপ হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানকে সংসদ ও জনগণের সামনে ক্ষমা চাইতে হবে।’
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সি মেটা প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) দাবি করেন, ২০২৪ সালে বেশকিছু দেশে নির্বাচন হয়। তার মধ্যে ভারতও ছিল। এই নির্বাচনে সেইসব দেশগুলিতে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। তিনি বলেন, ‘২০২৪ সালে সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ দেশগুলিতে নির্বাচন হয়। যেখানে প্রায় সর্বত্রই ক্ষমতাসীনরা ক্ষমতা হারিয়েছে। হয়তো এটা মুদ্রাস্ফীতি বা কোভিড মোকাবিলায় গৃহীত অর্থনৈতিক নীতির কারণে। সারা বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে।’ যদিও জুকারবার্গের মতকে খণ্ডন করে অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদির উপর্যুপরি ৩ বার জয় সুশাসন ও জনগনের আস্থার প্রতিফলন। এই মন্তব্যের পরই বিতর্ক দানা বাধে। যদিও মেটার তরফে এর কোনও ব্যখ্যা দেওয়া হয়নি।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত