Bangla News Dunia , পল্লব : নেতাজির জন্মজয়ন্তীতে বড় মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভাগবত। সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে কলকাতার শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে RSS। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, “নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমাদের সত্যি করতে হবে। ভাগ্য সহায় থাকলে উনিই আগে দেশ শাসন করতে পারতেন। নেতাজি যে কাজ করতেন, সংঘ সেই কাজ করে। নেতাজি যে সমৃদ্ধশালী দেশ দেখতে চেয়েছিলেন, সংঘও তাই চায়। আমাদের দেশ গোটা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে।
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
উল্লেখ্য, নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানের শুরুতেই RSS-র তৈরি গান গাওয়া হয়। সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করে এই গান তৈরি করা হয়েছে। এদিন RSS প্রধান মোহন ভাগবত আরও বলেন, “কোনও গন্তব্যে যাওয়ার জন্য কখনও পথ সোজা হয়, কখনও কঠিন। কিন্তু, গন্তব্য সর্বদা একটাই হওয়া উচিত। সুভাষ চন্দ্র বসুর যা গন্তব্য ছিল, সেটাই আমাদের গন্তব্য। আমরাও সেই কাজটাই করি।” বিশ্বমঞ্চে ভারতের অবস্থান প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, “ভারত অমর রাষ্ট্র।
RSS-এর নেতাজি জন্মজয়ন্তী উদযাপন নিয়ে তীব্র কটাক্ষ করেছেন সুভাষ কন্যা অনিতা বসু পাফ। সংঘের চিন্তাধারার সঙ্গে তাঁর বাবার মতাদর্শের বিস্তর ফারাক রয়েছে বলে উল্লেখ করেছেন অনিতা। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনিতা পাফের দাবি, “সংঘের সঙ্গে বাবার আদর্শের কোনও মিল নেই। নেতাজি ছিলেন বামপন্থী। RSS দক্ষিণপন্থী। নেতাজি ধর্মনিরপেক্ষতা এবং সংহতির কথা বলতেন, সেটা RSS বা BJP মেনে চলে না।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
BJP বা RSS আদৌ নেতাজিকে সম্মান করত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনিতা বসু পাফ। RSS সম্পর্কে বাবা যে কখনই ভালো মন্তব্য করেননি, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, দেশজুড়ে ২৩ জানুয়ারি মহা সমারোহের সঙ্গে পালনের সিদ্ধান্ত নিয়েছে RSS। স্রেফ রাজনৈতিক ফায়দা লঠুতে সংঘের অবস্থান বলে মনে করছেন নেতাজি কন্যা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর