Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘদিনের টালমাটাল পরিস্থিতি কাটিয়ে এখন কেমন রয়েছে ভারত-চিন সম্পর্ক? সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন কী রকম? মঙ্গলবার লোকসভায় সেই প্রশ্নের উত্তর দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ দিন তিনি জানান, সীমান্ত সমস্যা সমাধানের জন্য স্বচ্ছ এবং মেনে নেওয়ার মতো কাঠামো তৈরি করতে আগ্রহী ভারত।
সম্প্রতি সীমান্ত থেকে সেনা অপসারণ নিয়ে সহমত হয়েছে দুই দেশ। সেই সিদ্ধান্ত মেনে সেনা অপসারণও হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গ তুলে এ দিন এস জয়শঙ্কর বলেন, সম্প্রতি যা হয়েছে তা ভারত ও চিনের মধ্যে টানা কূটনৈতিক আলোচনার ফল এবং তা উন্নতির দিকেই এগিয়েছে।
আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে
২০২০ সাল থেকে ক্রমশ অবনতি হয়েছিল ভারত ও চিন সম্পর্কের। চিনের আগ্রাসনের কারণে সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। দুই দেশের সম্পর্কে গতি আনতে সীমান্তে শান্তি এবং স্থিরতা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন জয়শঙ্কর। এর আগে ADMM Plus- মিটিং চলাকালীন আলাদা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছিল চিনের প্রতিরক্ষামন্ত্রীর। সেই আলোচনার প্রসঙ্গও এ দিন তুলে আনেন এস জয়শঙ্কর। নয়া দিল্লি ও বেজিং দুই দেশের সীমান্ত থেকে সেনা অপসারণের সিদ্ধান্ত নেওয়ার পরই এই আলোচনা হয়েছিল। ২০২০ সালের সংঘাতের আগে যেমন অবস্থানে ছিল দুই দেশের সেনা, সেই অবস্থানে ফিরিয়ে আনা হয়।
দীর্ঘ আলোচনার পরে নভেম্বরে ভারত ও চিনের সেনা কোঅর্ডিনেটেড প্যাট্রোলিং নিয়ে যৌথ সিদ্ধান্তে পৌঁছয়। সপ্তাহে একদিন পূর্ব লাদাখে LAC বরাবর ডেমচক এবং ডেপসাং এলাকায় ওই প্যাট্রোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেটা হয়েওছে। সীমান্তে যে কোনওরকম উত্তেজনা এড়াতে ভারত ও চিন দুই পক্ষই বারবার আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছিল।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery