Bangla News Dunia, সারদা দে :- ভারত বাংলাদেশ মৈত্রী বন্ধনে শঙ্কার মেঘ দেখা দিলো করোনার জেরে। ১৯৯৯ সাল থেকে এই দুই দেশের মধ্যে যে পরিবহন ব্যবস্থা শুরু হয়েছিল তা বন্ধ থাকতে পারে অনির্দিষ্ট কাল পর্যন্ত । ঈদ উপলক্ষ্যে বহু মানুষের বাংলাদেশ থেকে কলকাতায় আসার কথা ছিল। হয়ে গেছিলো প্রি বুকিং ও। এখন সব বাতিল করতে হচ্ছে।
আরো পড়ুন :-সংখ্যালঘু কমিশনে গেলো দিদিকে বলো চিঠি]
কলকাতা থেকে বাংলাদেশ পরিবহন ব্যবস্থা দেখা শোনা করে শ্যামলী পরিবহন সংস্থা। ৪৫ আসন বিশিষ্ট প্রায় ২৪ টি বাস আছে এই সংস্থাটির।বুকিং বাতিল হয়ে যাওয়ায় এদের অনেক লোকসান হয়েছে।সব সুদ্ধু প্রায় হাজার হাজার যাত্রী যাতায়াত করেন সোম, বুধ এবং শুক্র মিলিয়ে।
আরো পড়ুন :-বাঙালি বিজ্ঞানীর গবেষণায় আটকানো যাবে করোনাকে !]
এর সাথে বন্ধ হয়েছে ভারত থেকে বাংলাদেশে মৈত্রী ট্রেন গুলিও । ফলে বাংলাদেশ থেকে ভারতে কিংবা এদেশ থেকে ওদেশে চিকিৎসার জন্য কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য যারা যাতায়াত করেন তাদের এখন চরম অসুবিধার শিকার হতে হচ্ছে। তবে ইতিমধ্যে যারা চিকিৎসার জন্য এদেশে আছেন তারা অন্তত ফিরে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। কলকাতা স্টেশনে সেই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ইমিগ্রেশন বিভাগের কর্মীরা এখন মাস্ক পরে ডিউটিতে আছেন ।
দুই দেশের মানুষই আবার কবে এই মৈত্রী পরিবহন শুরু হয় তার দিকে তাকিয়ে রয়েছেন। খুব দ্রুত সব সমস্যার সমাধান হয়ে রেল এবং বাস দুই পরিবহন ই আবার চালু হোক সেটাই তাদের দাবি।