ভিক্ষুকের সঙ্গে পালালেন ৬ সন্তানের মা, বিস্তারিত জানতে পড়ুন ….

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রেম বড় বিষম বিষয়। যুক্তি-বুদ্ধির ধার ধারে না। না হলে এক ভিক্ষুকের সঙ্গে ঘর বাঁধতে স্বামী-সংসার ফেলে পালায় ছয় সন্তানের মা? শুনে মনে হতে পারে কল্প কাহিনী বোধহয়। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই জেলায়। মহিলার স্বামীর অভিযোগ, ‘নানহে পণ্ডিত’ নামে এক ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী।

হারদোই জেলার লামকান গ্রামে থাকেন ওই ব্যক্তি। পুলিশকে তিনি জানিয়েছেন, সান্দি এলাকা থেকে তাঁদের গ্রামে ভিক্ষা করতে আসতেন নানহে পণ্ডিত। তাঁদের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। তাঁর স্ত্রী ওই ভিক্ষুককে খাবার বা খাদ্যশস্য ভিক্ষা দিতেন।

তাঁর স্ত্রীকে নানহে পণ্ডিতের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলতে দেখা যেত। গ্রামের অনেকেই তা দেখেছেন। তবে তাদের মধ্যে কী চলছে, কেউ ঘুনাক্ষরেও তা টের পায়নি। কেউ ভাবতেও পারেনি, ৩৬ বছর বয়সী ওই গৃহবধুর সঙ্গে ওই ভিক্ষুকের প্রেম হতে পারে।

মহিলার স্বামী আরও জানিয়েছেন, কয়েকদিন আগে সান্দির বাজারে খাবার ও আরও কিছু জিনিস কিনতে গিয়েছিলেন তাঁর স্ত্রী। আর বাড়ি ফেরেননি। প্রথমে তিনি স্ত্রীর কিছু হয়েছে বলে ভয় পেয়েছিলেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, তাঁর স্ত্রী নানহে পণ্ডিতের সঙ্গে পালিয়ে গিয়েছেন।

খালি হাতে পালাননি তাঁর স্ত্রী। বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা ও আরও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছেন তিনি। কয়েকদিন আগে একটি গরু বিক্রি করে কিছু টাকা পেয়েছিলেন ওই ব্যক্তি। তা দিয়ে এক টুকরো জমি কেনার পরিকল্পনা করেছিলেন। তাঁর স্ত্রী সেই টাকাটাও নিয়ে গিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ভিক্ষুক ও ওই মহিলাকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন