Bangla News Dunia, দীনেশ : তিন ব্যক্তির লালসার শিকার ভিক্ষুক কিশোরী (Minor Gangrape Case)। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে গর্ভপাতের অভিযোগ উঠল এক অটোচালক সহ তিনজনের বিরুদ্ধে। হরিয়ানার (Haryana) ফরিদাবাদের ঘটনা। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ।
জানা গিয়েছে, ১৬ বছরের ওই কিশোরীর পরিবারে রয়েছেন মদ্যপ বাবা এবং ছোট ভাই। ভিক্ষা করে যা সে পেত, তা দিয়েই দিন গুজরান হত। পরিচিত এক অটোচালক প্রায়ই খাবার দিত তাকে। কয়েকদিন আগে কিশোরী তার ভাইয়ের কোনও হদিস পাচ্ছিল না। ওই অটোচালক কিশোরীকে তার ভাইকে খুঁজে দেওয়া এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পূর্ব পরিচিত হওয়ায় কিশোরী ওই চালকের অটোয় উঠে বসলে তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে চালক ও তার সঙ্গীরা মিলে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য কিশোরীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
কয়েকদিন আগে কিশোরীর শারীরিক পরীক্ষা করা হলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়। এরপর জোর করে তার গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। কিশোরীর শারীরিক পরিস্থিতির অবনতি হলে খবর গিয়ে পৌঁছায় শিশু সুরক্ষা দপ্তরে। ওই দপ্তরের কর্মী প্রদীপ কুমার তিন অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের বিরুদ্ধে কিশোরীর বয়ানও রেকর্ড করা হয়। এরপর ওই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা