ভিডিও বার্তায় , ঘরে বসে দেশের হিরো হতে বললেন সামি।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জয় রায় :- সারা বিশ্ব করোনা আতঙ্কে ভীত। ইতি মধ্যেই সারা বিশ্বে এই মারণ রোগে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৫ লাখের উপরে। এখন পর্যন্ত সারা ভারতে ৭০০ – র বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। তবে এখনো অনেক রোগী ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যখন তখন এই সংখ্যাটা বাড়তে পারে। তবে ভারতে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়তে পারে।

অপর দিকে আক্রান্তের সংখ্যায় চীনকে পিছনে ফেলেছে আমেরিকা। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে , যেখানে ৮ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে মারা গেছেন। এর পরই স্পেন যেখানে ৪ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে নিজের জীবন হারিয়েছেন।

[ আরো পড়ুন :- রাষ্ট্রপতির বৈঠক , প্রস্তুত সেনাও ]

ভারত সরকার গত মঙ্গলবার লক ডাউনের ঘোষণা করে। বুধবার থেকে দেশে লক ডাউন শুরু হয়। কিন্তু বিভিন্ন জায়গায় এই লক ডাউন পালন না করতে দেখা যায়। পুলিশের সক্রিয়তায় কিছু মানুষ ঘর বন্দি হয় ঠিকই তবুও প্রচুর মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে।

লক ডাউন পালন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে বার্তাদেন অনেক সেলেব্রিটি। এবার তাদের সাথে যুক্ত হয়ে ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ সামি। সামি এই দিন তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে দেশবাসীকে বার্তা দেন তিনি বলেন , ” ব্যাস ঘর ব্যায়ঠো ইন্ডিয়া , আমাদের দেশ সংকটে আছে , আর এই সময় খুবই দরকারি। প্রত্যেকটি নাগরিক যারা এই সময় ঘরে বসে আছে তারা প্রত্যকেই এই দেশের হিরো। হিরো হওয়া এত সহজ ছিলোনা , ডাক্তাদের পরামর্শ মানুন। আর সবাইকে বলুন ব্যাস ঘর ব্যায়ঠো ইন্ডিয়া “.

[ আরো পড়ুন :- পাকিস্তান ৩.৭ বিলিয়ন ডলার এর লোন চাইলো করোনা মোকাবিলার জন্য ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন