Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে আরও কড়া হচ্ছে ইউটিউবের নিয়ম। কোনওরকম বিভ্রান্তিকর কিংবা ক্লিকবেট হেডলাইন-সহ কনটেন্ট পোস্ট হলেই সংশ্লিষ্ট চ্যানেলকে বিপাকে পড়তে হবে। প্রতিশ্রুতিমূলক কিংবা গালভরা বার্তা দেওয়া ভিডিয়োর অন্দরে আসল তথ্য না থাকলে চ্যানেলটি ইউটিউবের কড়া নিয়মের জালে ফাঁসতে পারে।
মূলত ব্রেকিং নিউজ় এবং নিত্য গুরুত্বপূর্ণ খবরগুলির উপর নজর রাখবে ইউটিউবের এই নয়া নিয়মাবলী। ‘ব্রেকিং নিউজ়’ কিংবা ‘পদত্যাগ করলেন প্রেসিডেন্ট’, এমন শিরোনাম-সহ ভিডিয়ো পোস্ট হলে সেটি ইউটিউবের গাইডলাইনের র্যাডারে চলে আসবে। এর পর ভিতরের কনটেন্ট উপযুক্ত এবং শিরোনামের থেকে সম্পূর্ণ আলাদা হলে কপালে দুঃখ থাকবে সেই ইউটিউব চ্যানেলের। কোনওভাবেই দর্শককে বিভ্রান্ত করা যাবে না বলে জানানো হচ্ছে এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে।
আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন
আগামী কয়েক মাসের মধ্যে ইউটিউবের এই কড়া গাইডলাইন জারি হতে চলেছে বলে জানা যাচ্ছে। নয়া নিয়মের সঙ্গে পরিচিত হতে সময় দেওয়া হবে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটরদের। তবে নিয়ম বহির্ভূত কনটেন্ট পাওয়া গেলে কোনওরকম স্ট্রাইক কিংবা সতর্কীকরণ ছাড়াই এ বার থেকে সে সব ভিডিয়োগুলি তুলে নেবে ইউটিউব। সদ্য আপলোড হওয়া ভিডিয়ো কনটেন্টগুলি আরও বেশি করে স্ক্যানারে রাখা হবে বলে জানা গিয়েছে।
গুগল ইন্ডিয়া ব্লগ পোস্টে ইউটিউবের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘এই ধরনের ক্লিকবেট শিরোনাম দেখে দর্শকরা নিজেদের প্রতারিত মনে করেন। প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে এসে বিভ্রান্তির শিকার হন তাঁরা।’
গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সম্পূর্ণ ভিন্ন তথ্য দেওয়া কিংবা আসল খবরের বদলে প্রোমোশনাল ইভেন্টের ভিডিয়ো আপলোড করার মতো উদাহরণ টেনে এই বিবৃতিতে উল্লেখ করেছে ইউটিউব।
আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।
তবে নয়া গাইডলাইনের আওতায় কেবলমাত্র রাজনৈতিক খবরের চ্যানেলগুলিকেই স্ক্যানারে রাখা হবে না খেলা এবং বিনোদনের ক্ষেত্রেও একই নিয়ম জারি থাকবে, তা অবশ্য জানানো হয়নি ইউটিউবের পক্ষ থেকে। থাম্বনেল, টাইটেল এবং ভিডিয়ো কনটেন্টের ক্ষেত্রে কী কী মাপকাঠি থাকবে, কোন কোন গাইডলাইন মানতে হবে কনটেন্ট ক্রিয়েটরদের, তাও জানানো হয়নি।
কী ভাবে ইউটিউবে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের ব্যবহার করা হবে তা নিয়ে পরামর্শ দিতে ক্রিয়েটিভ অ্যার্টিস্ট এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে এই প্ল্যাটফর্ম। একাধিক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের এই AI ব্যবহারের প্রথম সুযোগ দেওয়া হবে ইউটিউবে। AI কনটেন্ট ইউটিউবে কী ভাবে জেনারেট করা যাচ্ছে, তা পরখ করে দেখবেন এই ক্রিয়েটররা।