ভারতেই দেখা গেল বিশ্বের প্রথম ‘ইলেকট্রিক গরুর গাড়ি’। দেখুন ভাইরাল ভিডিয়ো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘ইলেকট্রিক গরুর গাড়ি’ না ‘গরুতে টানা ইলেকট্রিক গাড়ি’, – একে ঠিক কী বলা হবে ঠিক করতে পারছে না নেট পাড়া। সম্প্রতি, একটি উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি কিনেছিলেন রাজস্থানের এক পৌরসভার বিরোধী নেতা। কিন্তু মাঝরাস্তায় হঠাৎ সেই গাড়ি হয়ে গেল বন্ধ। কী ভাবে সেটিকে বাড়ি নিয়ে যাবেন? রাস্তায় তো ফেলে রাখা যায় না। অতএব সেই বৈদ্যুতিক গাড়ি টানানো হলো বলদ দিয়ে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে দেওয়ানা জেলার কুচামানে। বৈদ্যুতিক গাড়িটি কিনেছেন এখানকার নগর পরিষদের বিরোধী নেতা অনিল সিং মেদতিয়া। শহরের মধ্য দিয়ে সগর্বে তিনি নতুন বৈদ্যুতিক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আচমকা, সেটি বন্ধ হয়ে যায়। নড়েও না চড়েও না। নানা ভাবে চেষ্টা করেও, সেটিকে চালু করতে পারেননি অনিল সিং মেদতিয়া।

বাধ্য হয়ে তিনি ফোন করেছিলেন ‘টোয়িং’ পরিষেবায়। অর্থাৎ, খারাপ হয়ে যাওয়া গাড়ি যারা টেনে নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু তারাও জানিয়ে দেয় ওই মুহূর্তে তারা তাঁকে সাহায্য করতে পারছে না। এর পর অপেক্ষা করছিল একটা বড় চমক। শেষ পর্যন্ত নিকটবর্তী এক খামার থেকে চাষের দুটি বলদ নিয়ে আসেন মেদতিয়া। তারাই টেনে নিয়ে যায় নেতার বৈদ্যুতিক গাড়ি।

আরও পড়ুন: R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত

মেদতিয়া জানিয়েছেন, কেনার পর থেকে তিনি এই বৈদ্যুতিক গাড়িটি নিয়ে খুবই সমস্যায় পড়েছেন। গাড়িটি নিয়ে তার অনেক প্রত্যাশা ছিল। কিন্তু গত এক বছরের মধ্যে তাঁকে ১৬ বার গাড়িটি সারাতে দিতে হয়েছে। কেন বারবার খারাপ হচ্ছে গাড়িটি, নির্মাতা সংস্থার পক্ষ থেকে তার কোনও উপযুক্ত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এক বার চার্জ করলে গাড়িটি যতটা দূরত্ব যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থা, তার থেকে অনেক কম দূরত্ব যায় গাড়িটি বলে, দাবি করেছেন তিনি। ঘটনার দিন তিনি গাড়িটি ফুল চার্জ করেছিলেন। কিন্তু মাঝপথে আচমকা সেটি কাজ করা বন্ধ করে দিয়েছিল। অন্য কোন বিকল্প না পেয়েই স্থানীয় কৃষকদের ডেকে তাদের চাষের বলদগুলিকে দিয়ে গাড়িটি টানাতে বাধ্য হয়েছেন তিনি।

স্বাভাবিক ভাবেই এই অস্বাভাবিক দৃশ্যের ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে নেট-পাড়ায়। একে কেন্দ্র করে বৈদ্যুতিক গাড়ির নির্ভরযোগ্যতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতে বহু বৈদ্যুতিক গাড়ি ও স্কুটার চালু হলেও, সংস্থাগুলি এখনও পরিষেবা প্রদানে পিছিয়ে আছে বলে অভিযোগ। পেট্রল বা ডিজ়েলে চলা গাড়িগুলি সাধারণ গাড়ি মেকানিকরাই ঠিক করে দিতে পারলেও, এখনও পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি সারাই করতে নির্ভর করতে হয় সংশ্লিষ্ট নির্মাতা সংস্থার উপরই। মেদতিয়ার মতো সমস্যায় পড়তে হয় বহু বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীকেই।

আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল

আরও পড়ুন:–  কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন