ভিনটেজ কারে সঙ্গী প্রয়াত বাবা-মা, শীতের সকালে শহর প্রদক্ষিণ ছেলের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : মা হেনা দত্ত মারা গিয়েছেন প্রায় ৪০ বছর আগে, বাবা অরুণ কুমার দত্ত বছর তিনেক হয়, কিন্তু দুজনেই প্রবলভাবে বেঁচে রয়েছেন ছেলের স্মৃতিতে। আর সেই স্মৃতিকে ধরে রাখতেই এক অভিনব কাণ্ড করলেন ছেলে শমিত দত্ত। বাবা-মায়ের সিলিকনের মূর্তি বানিয়েছিলেন ২০২৩ সালে। শীতের সকালে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে ভিনটেজ গাড়িতে সেই মূর্তি বসিয়ে প্রদক্ষিণ করলেন শহর। সঙ্গে শমিত বাবুর মেয়েও ছিল।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

বাবা-মায়ের অবিকল মূর্তি বসানো ছিল  গাড়ির পেছনের আসনে। এভাবেই গাড়ি নিয়ে শমিত বাবু ঘুরেছেন শহরের নানা প্রান্ত। করেছেন বাবার পছন্দের কাজ। যার মধ্যে রয়েছে অনাথ আশ্রমের ছোটদের সঙ্গে সময় কাটানো বা ফুটবল খেলোয়াড়দের সান্নিধ্যে কিছুটা সময় অতিবাহিত করা। শমিত বাবু জানান, বাবা-মায়েরা সন্তানদের সান্নিধ্য চান। সন্তানরাও যেন ব্যস্ত সময়ের মধ্যে থেকে তাঁদের সেই সান্নিধ্যটুকু দিতে পারে। এই বার্তাটাই তিনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন