ভিনদেশে বড় বিপদের মুখে ভারতীয়রা, জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভিনদেশে গিয়ে বিপদের মুখে ভারতীয়রা। শুধু এক বছরেই প্রায় ১০০ জন ভারতীয় বিদেশে মাটিতে আক্রান্ত হয়েছেন অথবা প্রাণ হারিয়েছেন। আর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এমন ঘটনা ঘটেছে আমেরিকায়। সংসদে উঠে এসেছে এমনই একটি তথ্য।

১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, লোকসভার সাংসদ সন্দীপ পাঠকের একটি প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, শুধুমাত্র ২০২৩ সালে বিভিন্ন দেশে ৮৬ জন ভারতীয় নাগরিক হয় খুন হয়েছেন অথবা আক্রান্ত হয়েছেন। সংখ্যার বিচারে আমেরিকায় এই ঘটনা সবচেয়ে বেশি।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

২০২১ সালে ভিনদেশে দিয়ে আক্রান্ত ভারতীয় সংখ্যা ছিল ২৯। ২০২২ সালে এক লাফে অনেকটা বেড়ে যায় ওই সংখ্যা। ওই বছরে বিদেশের মাটিতে ৫৭ জন ভারতীয় নাগরিক আক্রান্ত হয়েছেন বা মৃত্যু হয়েছে। ২০২৩ সালের আরও বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮৬-তে।

২০২৩ সালের পরিসংখ্যানকে যদি দেশের বিচারে ভাগ করা হয়। তাহলে আমেরিকায় ১২, কানাডা, ইউকে এবং সৌদি আরবে ১০টি করে এমন ঘটনা ঘটেছে।

বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ‘বিদেশের মাটিকে ভারতীয়দের সুরক্ষা ভারত সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনও এমন ঘটনার দিকে আমরা নজর রাখি। এমন ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিতে হস্তক্ষেপ করে যাতে গোটা ঘটনার সম্পূর্ণ তদন্ত হয়, দোষীরা শাস্তি পায়।’

এরই সঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে ভারতীয় দূতাবাসগুলিতে ২৪ ঘণ্টা হেল্পলাইনের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভিনদেশে থাকা ভারতীয়রা প্রয়োজনে সাহায্য পেয়ে থাকে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন