Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সমস্যা মিটল কলকাতা ডার্বির। পূর্ব ঘোষণামতো একই দিনে আয়োজিত হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। গুয়াহাটিতে আয়োজিত হবে ম্যাচ। নিরপেক্ষ ভেনুতে আয়োজনের ঝুঁকি না থাকায় সেটাকে চূড়ান্ত করা হয়েছে। এখনও সরকারি ঘোষণা না হলেও শিলোমহর পড়ে গিয়েছে।
১১ জানুয়ারি যুবভারতীতে আয়োজনের কথা ছিল কলকাতা ডার্বির। কিন্তু সেই সময় গঙ্গাসাগরের মেলা থাকায় নিরাপত্তার জন্য পিছিয়ে আসে পুুলিশ। জল্পনা তৈরি হয় ডার্বির দিন পিছিয়ে দেওয়া হতে পারে। কিন্তু আইএসএলের পক্ষ থেকে জানানো হয় ডার্বির দিন পিছিয়ে দেওয়া যাবে না। ডার্বির দিন পিছিয়ে গেলে পরে ডার্বির চূড়ান্ত দিন দেওয়া সম্ভব নয়। কারণ, সূচি। ফাঁকা যুবভারতীতে ডার্বি করার প্রস্তাব দেওয়া হলেও সেটা মানেনি প্রশাসন। ফলে বিকল্প ভেনু বাছার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:– ৭ নতুন IPO-তে লগ্নির সুযোগ মিলবে এ সপ্তাহে, নজর থাকবে এই ৫ সংস্থার লিস্টিংয়ে
বিকল্প ভেনু নিয়ে শুরু হয় জল্পনা। প্রথমে বিকল্প ভেনু হিসেবে সামনে আসে জামশেদপুরের নাম। কিন্তু জামশেদপুরে স্টেডিয়ামের ফেন্সিং নিয়ে সমস্যা রয়েছে। এরসঙ্গে রয়েছে সূচি। ১১ তারিখে ডার্বির পর ১৭ তারিখ জামশেদপুরে রয়েছে মোহনবাগান ম্যাচ। আর জামশেদপুর চাইছে না ম্যাচের আগে মোহনবাগান সেই স্টেডিয়ামে বাড়তি ম্যাচ খেলার সুবিধা পাক। ফলে জামশেদপুর তালিকা থেকে বাদ পড়ে।
এরপর নাম আসে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের। অতীতে বড় ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা আছে কলিঙ্গ স্টেডিয়ামের। তবে ডার্বি আয়োজনে বাদ সাধে সেখানকার দর্শক সংখ্যা। কলিঙ্গ স্টেডিয়ামে মোট দর্শক সংখ্যা ৯ হাজার। আর কলকাতা থেকে ভুবনেশ্বর কাছে হওয়ায় সেখানে দুই দলের সমর্থকই ভিড় করবেন, সেটা সামলানো চ্যালেঞ্জের। তাই কলিঙ্গ স্টেডিয়ামের নামও কাটা পড়ে যায় ডার্বি আয়োজনের তালিকা থেকে। সূত্রের খবর, কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার কাপে হারে, ফলে তারা চাইছিল না।
জামশেদপুর, ভুবনেশ্বর বাদের খাতায় যাওয়ার পর বাকি ছিল গুয়াহাটি। শেষে গুয়াহাটিতেই পড়ল চূড়ান্ত শিলমোহর। এর প্রধান কারণ হচ্ছে তাদের স্টেডিয়াম। গুয়াহাটির মাঠের মান খুব ভালো, এবং সেটা নিরপেক্ষ ভেনু। কলকাতা থেকে গুয়াহাটির দূরত্ব খুব বেশি না হওয়ায় সমর্থরা সেখানে যেতেও পারবেন। ফলে ১১ তারিখই হচ্ছে ডার্বি।
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025