Bangla News Dunia , অমিত : ইতি মধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা, তেমনি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় এই দিন প্রচার সারলেন। দক্ষিণ ২৪ পরগনা ধপধপী দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মদনপুর ধিমাতলা মন্দির থেকে প্রচার শুরু করলেন তিনি। মন্দিরে প্রণাম করে এলাকাবাসীদের এবং বিজেপির স্থানীয় নেতৃত্ববৃন্দদের শুভেচ্ছা গ্রহণ করার পরেই শুরু হয় র্যালি। সাদা পাঞ্জাবি কুর্তা পরিহিতা প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়কে দেখতে উদগ্রীব হয়ে দাঁড়িয়েছিলেন এলাকার বাসিন্দারা। তবে ইতি মধ্যেই বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে এই নির্বাচনে যাদবপুর কেন্দ্রে বিজেপির পাল্লা ভারী। আর যার প্রতিফলন ওই কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের র্যালিতে দেখাও গেল।
দলীয় কর্মীদের জয় শ্রী রাম ধ্বনি এবং প্রার্থীকে জেতানো স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকার প্রাঙ্গণ। প্রচারে গিয়ে এলাকাবাসীদের দুর্দশার কথা মনোযোগ সহকারে শুনলেন তিনি। পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত এলাকাবাসীরা অভিযোগ জানালেন প্রার্থীকে। তৎক্ষণাত প্রার্থী তাদের আশ্বস্ত করে বললেন যে তৃণমূল কংগ্রেস মানুষের টাকা লুট করে মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদের পরিস্রুত পানীয় জল দেয়নি । কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করেছে। এমন দুর্নীতি পরায়ণ দল ও সরকারকে এবার মানুষ উচিত শিক্ষা দেবে। তিনি বলেন, আমরা সরকারে এলে এই সুবিধা থেকে মানুষকে মুক্তি দেব। আর আমি এই কেন্দ্রে জয়ী হয়ে আসলে কেন্দ্রের টাকায় আমি এলাকায় মানুষদের জলের ব্যবস্থা করে দেব।
তিনি এও বলেন, একমাত্র বিজেপিই পারবে তৃণমূলের এই অপশাসনের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে। তাই তিনি বিজেপি পরিচালিত মোদি সরকারের হাত মজবুত করার জন্য বিপুল ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান। তিনি জয়ী হলে এলাকাবাসীদের এই জল কষ্ট দূর করবেন এমনই প্রতিশ্রুতি তিনি দিলেন। প্রায় দেড় কিলোমিটার পথ হুটখোলা গাড়ি করে তিনি রোড শো করলেন। র্যালির মাঝপথে ধপধপি দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের কাছে প্রণাম করলেন । এরপর শুরু হলো র্যালি, পরিশেষে সূর্যপুর হাটবাজারে এসে র্যালি শেষ হয়। সেখান থেকে চায়ের দোকানে তিনি চা পান করেন এবং চায়ের দোকানদারকে চা পরিবেশন করার জন্য ধন্যবাদ জানান।
একই দিনে দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যা ৭:৩০ টা থেকে শুরু হলো পদযাত্রা। বারুইপুর রেল গেট থেকে পদযাত্রা সহকারে তিনি ভোট প্রচার করলেন। বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়ের ভোট প্রার্থনা সাধারণ জনগণ হাসিমুখে গ্রহণ করলেন, এমনই দৃশ্য ধরা পরল। দীর্ঘ পথ অতিক্রান্ত করার পর পদ্মপুকুর এলাকায় শেষ হয় পদযাত্রা। অবশেষে সাধারণ জনগণ এবং কর্মী সমর্থকদের প্রার্থীকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দিনের শেষে জনসাধারণ এবং কর্মী সমর্থকদের কাছ থেকে ভোটে জেতার আশ্বাসটুকু অর্জন করে তার ঘরের দিকে রওনা দেন যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়।