ভোটের প্রায় ৪০ দিন আগেই সোনারপুর কাপালেন বিজেপির প্রার্থী অনির্বান গাঙ্গুলি !

Bangla News Dunia , অমিত  : যাদবপুর কেন্দ্রে ভোট হতে এখনো প্রায় ৪০ দিন বাকি , আর তার আগেই গতকাল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর বিধানসভা এলাকায় সকাল সকাল একটি জনসংযোগ করেন বিজেপির প্রার্থী অনিবার গঙ্গোপাধ্যায়। আর সেই দিনই বিকালে পথসভা করেন তিনি। একই দিনে সোনারপুরে আলাদা আলাদা কার্যক্রম করেন বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। তার জনসংযোগের যেই মিছিল ছিল তাতে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখা গিয়েছে। এরাই সাথে বিকেলে তিনি যখন সোনারপুর এলাকায় পথসভা করেন তাতেও মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো।

anirban

তিনি তার ভাষণের মাধ্যমে কংগ্রেস তৃণমূল ও সিপিএমকে কটাক্ষ করেন। তিনি জহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী পদে থেকে তারা যে নিজেদের ভারতরত্ন দিয়েছে তা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন। এরই সাথে তিনি তৃণমূল – সিপিএমের যেই দুর্নীতি তা নিয়েও কটাক্ষ করেন। তিনি আশাবাদী যে তিনি যাদবপুর কেন্দ্রে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাবেন। আর মানুষের ভালোবাসার ফলেই তিনি তৃণমূল ও সিপিএমকে হারাতে সক্ষম হবেন।

anirban

সোনারপুর এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে তারা সোনারপুর এলাকায় লিড পেতে চলেছে। তাদের দাবি তারা ইতিমধ্যেই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছে মানুষ তাদের সাথে যুক্ত হতে চাইছে। কিন্তু তৃণমূলের মারের ভয়ে তারা ঘর থেকে বেরিয়ে বিজেপির ঝান্ডা হাতে নিতে পারছে না। কিন্তু ভোট যদি ভালোভাবে তারা দিতে পারে তাহলে তারা ভোটের বাক্সে বিজেপিকে ভোট দেবে। কিন্তু তারা বর্তমানে মুখ বন্ধ করে রয়েছে। যেই সরকার চলছে রাজ্যে সেই সরকারের বিরুদ্ধে মুখ খুললে মার খেতে হয়, তারা ভালো করেই জানে। তাই তারা বর্তমানে মুখ বন্ধ করে রয়েছে , ভোটের দিন তারা ভোট দিতে পারলে নিজেদের মতামত প্রকাশ করবে।

মন্তব্য করুন