Bangla News Dunia, দীনেশ :- ভোটে জিতলে পুজারি এবং গ্রন্থীদের প্রতিমাসে ১৮ হাজার টাকা করে দেওয়ার যে ঘোষণা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) করেছেন তাকে নিশানা করল বিজেপি (BJP)। দলের তরফে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চুনাবি হিন্দু বা ভোটের স্বার্থে হিন্দু বলে কটাক্ষ করা হয়েছে (Chunavi Hindu)। এর জবাবে আপের তরফে বিজেপিকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে, গেরুয়া শিবিরের সাহস থাকলে তারা যেন পদ্ম এবং এনডিএ শাসিত ২০টি রাজ্যের পূজারি এবং গ্রন্থীদের ১৮ হাজার টাকা সম্মানজনক অর্থ দেয়।
আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা
দিল্লি বিজেপির তরফে এদিন সামাজিক মাধ্যমে একটি পোস্টার শেয়ার করা হয়েছে। তাতে ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় রাজপাল যাদব অভিনীত ‘ছোটে পণ্ডিত’ চরিত্রের আদলে কেজরিওয়ালের একটি ছবি তৈরি করা হয়েছে। রীতিমতো ব্যঙ্গ করে ওই পোস্টারে বিজেপি লিখেছে, ‘আমার কাছে মন্দির যাত্রা ভেক মাত্র। পূজারিদের সম্মান দেওয়া আমার নির্বাচনি দেখনদারি। আমি সর্বদা সনাতন ধর্মকে নিয়ে উপহাস করেছি।’ জবাবে কেজরিওয়াল বলেন, ‘আমাকে গালাগালি দিয়ে দেশের কি উপকার হবে? আপনারা তো ২০টি রাজ্যে ক্ষমতায় রয়েছেন। গুজরাটে ৩০ বছর ধরে রাজত্ব চালাচ্ছেন। আপনারা কেন পূজারি এবং গ্রন্থীদের সম্মান দেননি? আমাকে গালি না দিয়ে আপনারা কেন ২০টি রাজ্যে এই কাজ করছেন না? তাহলে তো সবার উপকার হয়।’ এদিন কাশ্মীরি গেটের কাছে মারঘাট মন্দির থেকে পূজারি-গ্রন্থীদের সম্মান যোজনার নথিভুক্তির কাজ শুরু করেন কেজরিওয়াল। অপরদিকে করোলবাগের একটি গুরদোয়ারা থেকে গ্রন্থীদের নথিভুক্তির কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী অতিশী।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
Indian Army SSC Officer Recruitment 2025: A Gateway for Engineering Graduateshttps://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
Railway TTE Recruitment 2025: All You Need to Knowhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF Constable Recruitment 2025: Application, Eligibility, and Selection Detailshttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025