ভোল্টাস থেকে মাহিন্দ্রা, বৃহস্পতিবার আর কোন কোন স্টক কিনতে বলছেন বিশেষজ্ঞরা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পতনের ধারা কাটিয়ে বছরের প্রথম দিনেই বৃদ্ধির পথে হেঁটেছে সেনসেক্স, নিফটি। দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জের সূচকের এই বৃদ্ধি সারা বছর বজায় থাকার আশা করছেন লগ্নিকারীরা। বুধবার সেনসেক্স ০.৪৭ শতাংশ বেড়ে রয়েছে ৭৮ হাজার ৫০৭ পয়েন্টে। নিফটি ০.৪১ শতাংশ বেড়ে রয়েছে ২৩ হাজার ৭৪৩ পয়েন্টে। বাজার বিশেষজ্ঞরাও মনে করেছেন, ২০২৫ সালে যে গ্রোথের সূচনা হয়েছে তা দীর্ঘস্থায়ী হবে যদি প্রথম সারির সংস্থাগুলির তৃতীয় কোয়ার্টারের আর্নিংস ভালো হয়। তাহলে লগ্নিকারীদের আস্থা আরও দৃঢ় হবে। বৃহস্পতিবারের জন্য কয়েকটি স্টক কিনতেও পরামর্শ দিয়েছেন তাঁরা।

ভোল্টাস লিমিটেড: অফিস, বাড়িতে নিত্যদিনের ব্যবহারের ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট তৈরি করে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এই সংস্থা। বছরের প্রথম দিনেই ২.২৪ শতাংশ বেড়ে ভোল্টাসের শেয়ার দর হয়েছে ১ হাজার ৮৩০ টাকা। গত এক মাস এবং ছ’মাসের হিসাবেও এই স্টকের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এর টার্গেট প্রাইস ১ হাজার ৯৫৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৭৬৩ টাকা।

আরও পড়ুন: R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা: দেশের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারক সংস্থার স্টক কিনতে পারেন বৃহস্পতিবার। বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্টকের দাম কিছুদিনের মধ্যে রেকর্ড হাই হতে পারে। বছরের প্রথম দিনেই ২.৩৬ শতাংশ বেড়ে মাহিন্দ্রার স্টকের দাম হয়েছে ৩ হাজার ৭৮ টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার ২৯৮ টাকা এবং স্টপ লস ২ হাজার ৯৭৪ টাকা।

টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড: গত কয়েক মাস ধরেই এই স্টকের দামে পতন হয়েছে অনেকটা। কিন্তু বুধবার ২ শতাংশ বেড়েছে এই স্টক। দাম হয়েছে ১৯৮ টাকা। এই স্টকের বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বুলিশ রিভার্সাল প্যাটার্ন ফিরছে। তাই দাম কম থাকার সময় তা কিনে রাখলে পরে লাভের মুখ দেখতে পারেন। এট টার্গেট প্রাইস ২০৮ টাকা এবং স্টপ লস ১৯০ টাকা।

ভারতী এয়ারটেল লিমিটেড: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থার স্টকে বৃহস্পতিবার নজর রাখুন। সামান্য হলেও গত কয়েক দিনে এই স্টকের দাম বাড়ছে। যা ভালো লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার বাজার বন্ধের পর এয়ারটেলের স্টকের দাম হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৬৩৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৫৭০ টাকা।

এনসিসি লিমিটেড: এই কনস্ট্রাকটিং কোম্পানির শেয়ার নজর রাখুন বৃহস্পতিবার। বুলিশ রিভার্সাল প্যাটার্নে থাকা এই স্টকের দাম এখন ২৭৮ টাকা। এর টার্গেট প্রাইস ২৮৭ টাকা এবং স্টপ লস ২৭২ টাকা।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল

আরও পড়ুন:–  কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন