মঙ্গলগ্রহেও গলছে বরফ, কিন্তু জল হচ্ছেনা, তবে হচ্ছেটা কি ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পৃথিবীতে বরফের স্তর গরমের ছোঁয়ায় গলতে থাকে। বরফ গলে জল হতে থাকে। কিন্তু মঙ্গলগ্রহে সেটা হয়না। পৃথিবী ডিসেম্বরের শেষে নতুন বছর পালন করে। আবার লাল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করা শেষ করেছে গত ১২ নভেম্বর। এখন সেখানে শীত নয়।

মঙ্গলগ্রহে এখন বসন্ত কাল। এই বসন্তে মঙ্গলগ্রহে বরফ গলে। বরফ গলে তার স্রোত বইতে থাকে। অনেকটা হিমবাহের মত ঝরেও পড়ে। বরফের ঢিবিও তৈরি হয়।

আরো পড়ুন: বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন

এখানে মনে হতেই পারে যে এতই যদি বরফ হবে, তাহলে তো মঙ্গলে সেই বরফ গলে প্রচুর জল থাকবে! কিন্তু মঙ্গলে তো জল নেই! তাহলে বরফ গলে কি হচ্ছে?

মঙ্গলে বরফ তৈরি হয় বটে, তবে তা ড্রাই আইস। কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি সেই ড্রাই আইস গলে যাওয়া মানে তা সরাসরি গ্যাসে রূপান্তরিত হওয়া।

এটাই মঙ্গলের বরফ গলা। কার্বন ডাই অক্সাইডের এই কঠিন রূপটি মঙ্গলে বসন্ত এলে গলতে থাকে। গলে তা গ্যাস হয়ে যায়। বরফ যায় গলে! তাই পৃথিবীর বরফ গলা আর মঙ্গলগ্রহের বরফ গলা এক নয়। সেখানে বরফ গলে জল তৈরি হয়না।

পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় নেয়। মঙ্গলগ্রহ সময় নেয় ৬৮৭ দিন। মঙ্গলগ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করার পর সেখানে বসন্ত শুরু হয়ে যায়। এই সময় সেখানে বরফ পাতলা হতে শুরু করে।

আরো পড়ুন: হিন্দু নির্যাতনের ঘটনা পাকিস্তানের ২০ গুণ বাংলাদেশে, তথ্য বিদেশ মন্ত্রকের 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন