Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘদিন ধরেই মানব সভ্যতা নিয়ে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখান ‘স্পেসএক্স’ এবং ‘টেসলা’র মালিক ইলন মাস্ক। তাঁর মতে, মানব সভ্যতার ভবিষ্যৎ লেখা হবে মঙ্গল গ্রহেই। তবে এত দিন পর্যন্ত তিনি কথা বলতেন, শুধুমাত্র মঙ্গলে কী ভাবে মানব বসতি স্থাপন করা হবে, তা নিয়ে। কিন্তু, ভবিষ্যতের এই মানব উপনিবেশে শাসন ব্যবস্থা কেমন হবে? সেখানে কি থাকবে গণতন্ত্র? না কি, মানুষ ফিরে যাবে রাজতন্ত্র বা সামন্ততন্ত্রে?
ইদানিং, অনেকটাই রাজনীতির জগতে ঢুকে পড়েছেন ইলন মাস্ক। মার্কিন সরকারের অলিন্দে অলিন্দে ঘুরছে তাঁর নাম। তাঁকে প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পদের জন্য বেছে নিয়েছেন ট্রাম্প। এমনকী ট্রাম্প নন, বকলমে মাস্কই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, এমন কথাও শোনা যাচ্ছে। এই অবস্থায় মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মানব উপনিবেশের শাসন ব্যবস্থা নিয়েও মুখ খুললেন তিনি।
স্পেসএক্সের সিইও-র মতে মঙ্গলে থাকবে ‘ডিরেক্ট ডেমোক্রেসি’ বা ‘সরাসরি গণতন্ত্র’। গণতন্ত্রে যেমন সাধারণ মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করে। সেই নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেয়। সরাসরি গণতন্ত্রে এর পরিবর্তে জনগণ নিজেরাই ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে, কোনও প্রতিনিধি থাকবে না। এটাই লাল গ্রহ শাসনের আদর্শ ব্যবস্থা হবে বলে, দাবি করেছেন মাস্ক।
সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি মাস্ককে জিজ্ঞেস করেছিলেন, মঙ্গলে কি পৃথিবীর প্রচলিত শাসন ব্যবস্থাগুলিই দেখা যাবে? সেই প্রশ্নের জবাবেই মাস্ক সরাসরি গণতন্ত্রের কথা বলেছেন। তবে তিনি এটাও জানিয়েছেন, কোন ব্যবস্থায় মঙ্গল গ্রহ শাসিত হবে, তা ‘মার্শিয়ান’রা, অর্থাৎ, মঙ্গল গ্রহের বাসিন্দারাই ঠিক করবে। তিনি আরও বলেন, পৃথিবীতে সাধারণত যে ধরনের শাসন ব্যবস্থা দেখা যায়, তাঁর কল্পনায় মঙ্গল গ্রহের সরকার হবে সেগুলির থেকে অনেক বেশি অংশগ্রহণমূলক। জনগণের হাতে আরও ক্ষমতা দেওয়ার পক্ষপাতি তিনি।
তবে তার আগে মঙ্গলে পৌঁছে সেখানে বসতি স্থাপন করতে হবে। এই বিষয়ে স্পেসএক্স সংস্থা কতটা এগিয়েছে, তাও জানিয়েছেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে, সম্ভবত ২০২৬ সালের প্রথম দিকে, ক্রুবিহীন স্টারশিপগুলি অবতরণ করা শুরু করবে মঙ্গল গ্রহে। আর ক্রু-সহ মঙ্গল অভিযান হতে পারে চার বছরের মধ্যে। ২০২৮ সালে সম্ভবত মঙ্গল গ্রহে প্রথম পা রাখবে মানুষ। তবে সবটাই নির্ভর করছে, স্পেসএক্সের স্টারশিপগুলির বিকাশ কী ভাবে হচ্ছে তার উপর। সেই সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে। সব থেকে বড় চ্যালেঞ্জ অর্থ।
আরো পড়ুন:– শ্বশুরবাড়ি থেকে 12 বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার!
আরো পড়ুন:– ভয়াবহ ১০ বিপর্যয় যা বিপুল ক্ষতি করেছে এ বছরে, জানুন বিস্তারিত