Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাওড়ায় ধুমধাম করে ‘শীতলা মাতার স্নানযাত্রা’ আয়োজন করা হয় প্রতি বছর। স্নানযাত্রার জন্য কার্যত অবরুদ্ধ হয়ে যায় উত্তর হাওড়া। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই কর্মসূচি রয়েছে। ফলে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সমস্ত রাস্তাই তাদের জন্য খোলা থাকবে। শুধু মাধ্যমিক পরীক্ষার্থীরা নয়, স্কুল পড়ুয়াদের জন্য ব্যবহৃত সব যানবাহন এবং স্কুল-কলেজের পরীক্ষার্থীদের জন্যও রাস্তায় কোনও নিয়ন্ত্রণ থাকবে না।
মঙ্গলবার স্নানযাত্রা কর্মসূচির জন্য এই রাস্তাগুলি দিয়ে বেলা ১১টার পর থেকে যান চলাচল বন্ধ থাকবে।
রাস্তাগুলি হলো
১. পিলখানা মোড় থেকে জি টি রোড ধরে সালকিয়া চৌমাথার দিকের রাস্তা
২.সালকিয়া মোড় থেকে বাঁধাঘাটের দিকে যাওয়ার রাস্তা এবং সেখান থেকে একই পথে ফেরার রাস্তা
৩. নস্করপাড়া রোড এবং জি টি রোড ক্রসিং, টি এল জয়সওয়াল হাসপাতালের সামনে থেকে সালকিয়া ক্রসিং
৪. লিলুয়া স্টেশন রোড থেকে সালকিয়া ক্রসিংয়ের দিকের রাস্তা
৫. কালীতলা ক্রসিং থেকে জে এন মুখার্জি রোড ধরে বাঁধাঘাট এবং বাঁধাঘাট থেকে নয়ামন্দির পর্যন্ত রাস্তা
৬. বেলুড় বাজার থেকে গিরিশ ঘোষ রোড ধরে বাঁধাঘাট পর্যন্ত রাস্তা
৭. মাতাওয়ালা চৌরাস্তা থেকে ধর্মতলা রোড এবং আহমেদ মামুজি রোড ধরে জি টি রোডের দিকের রাস্তা
৮. ডবসন রোড এবং ডক্টর অবনী দত্ত রোড ক্রসিং থেকে জি টি রোডের দিকের রাস্তা এবং বিজয় মুখার্জি রোড ধরে জি টি রোডের দিকে রাস্তা
৯.চ্যাটার্জিপাড়া থেকে নটবর পাল রোড ধরে বেলগাছিয়ার দিকের রাস্তা
১০. এ রোড ক্রসিং থেকে বেনারস রোড ধরে বেলগাছিয়ার দিকের রাস্তা
১১. রাঘব কোলে লেন থেকে বেনারস রোড ধরে বেলগাছিয়ার দিকের রাস্তা
১২. দশরথ ঘোষ লেন এবং বেনারস রোড ক্রসিং থেকে বেনারস রোড ধরে বেলগাছিয়ার দিকে যাওয়ার রাস্তা
১৩.সালকিয়া স্কুল রোড এবং উপেন্দ্র মিত্র লেন থেকে জেলিয়াপাড়া লেন হয়ে জি টি রোড যাওয়ার রাস্তা এবং সেখানে থেকে ফেরার রাস্তা
১৪. রামসীতা মন্দির ও সালকিয়া স্কুল রোড থেকে জিটি রোড এবং উপেন্দ্র মিত্র লেনের দিকে যাওয়ার রাস্তা
১৫. হাওড়া-আমতা রোডে জাপানি গেট থেকে হাওড়ার দিকে যাওয়ার রাস্তা
১৬. আলমোহন/দাসনগর পিএস মোড় থেকে থেকে হাওড়ায় যাওয়ার রাস্তা
১৭. শৈলেন মান্না সরণি রোড রোডের শানপুর মোড় থেকে হাওড়ার দিকে যাওয়ার রাস্তা
১৮.টিকিয়াপাড়া মোড় থেকে ইস্ট-ওয়েস্ট বাইপাস হয়ে হাওড়ার দিকে যাওয়ার রাস্তা
১৯. রথতলা ক্রসিং থেকে বেলগাছিয়া পেট্রোল পাম্পের দিকে যাওয়ার রাস্তা
এই রাস্তাগুলি চালু হবে স্নানযাত্রা শেষ হওয়ার পর।
আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে