Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত প্রায় ২ বছর ধরে বিভিন্ন সময়ে অশান্তির চিত্র দেখা গিয়েছে মণিপুরে। এরই মধ্যে তাঁর এই সিদ্ধান্ত। রবিবার ইম্ফলে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।
এন বীরেন সিং তাঁর পদত্যাগ পত্রে লিখেছেন, ‘মণিপুরের মানুষের সেবা করতে পেরে আমি সম্মানিত। কেন্দ্রকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা, উন্নয়ন, একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের বাস্তবায়নের জন্য আমি ধন্যবাদ জানাই। আগামীতেও কেন্দ্র যাতে একই পথে হাঁটে সেজন্য অনুরোধ করছি।’
উল্লেখ্য, গত প্রায় দুই বছর ধরে লাগাতার জাতি সংঘর্ষে তপ্ত মণিপুর। একাধিকবার সে রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে কংগ্রেস। এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিও করা হয়েছিল হাত শিবিরের পক্ষ থেকে। কংগ্রেস এই দাবিতে মিছিলও করে। যদিও সে সময়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াননি বিজেপির এই নেতা। বরং পরিস্থিতি মোকাবিলা করতে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে, এই বার্তা শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে।
সেক্ষেত্রে কেন হঠাৎ এই পদক্ষেপ? এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, খুব শীঘ্রই মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল কংগ্রেস। সূত্রের খবর, এন বীরেন সিংয়ের নেতৃত্বে খুশি ছিল না বিজেপি বিধায়কদেরই একাংশ। আর এই পরিস্থিতিতে নিজেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন বীরেন।