Bangla News Dunia, সমরেশ দাস :- দেশে লক্ডাউন এ যেখানে সমস্ত কিছু বন্ধ , মানুষ কে বলা হয়েছে যে ঘরে থাকতে ও যতটা সম্ভম দূরত্ব বজায় রাখতে সেখানে এক অন্য চিত্র উঠেএল কেরলে । বেশ কিছু মানুষ যারা প্রতিদিন মদ না পেলে একপ্রকার পাগল হয়ে যান তারা না থাকতে পেরে আত্মহত্যা করছেন । এটি একটি রোগ যাকে বলা হয় অ্যাকিউট উইথড্রল সিনড্রোম ।
[ আরো পড়ুন :- ঘরে বানিয়ে নিন হ্যান্ড স্যানিটাইজার ]
গত শনিবার ত্রিচুড় জেলায় এই ব্যাক্তি এই রোগে আক্রান্ত হয়ে নদীতে ঝাঁপ দেন এবং মারা যান । ক্যামকুলাম থেকেও একইধরনের খবর আসে, এক নাপিত সে মদ না পাওয়াতে প্রথমে শেভিং ক্রিম খায় , প্রথমে কিছু হয় নি কিন্তু এটা ক্রমাগত নিতে থাকায় সে অসুস্থ বোধ করে ও হসপিটালে নিয়ে গেলে তার মৃত্যু হয় ।
এই সব হতে থাকায় সরকারের তরফে এক জরুরি মিটিং করে হয় ও আফ্গাড়ি দফতর কে বলা হয় মদের দোকান খোলার জন্য কিন্তু শুধু মাত্র রেজিস্টার ডাক্তার এর প্রেসক্রিপশন দেখালেই মদ পাওয়া যাবে । পাশাপাশি যারা এই রোগে ভুগছেন তাদের সরকারি খরচে নেশামুক্তি হসপিটালে রেখে চিকিৎসা করা হবে বলে জানিয়েছে রাজ্যের মুখমন্ত্রী পিনারাই বিজয়ন ।
[ আরো পড়ুন :- খবরের কাগজের ওপরেও পড়েছে করোনার প্রভাব , কমেছে বিক্রির পরিমান ]
কেরালা তে কোরনা আক্রান্ত ইতিমধ্যে ২০০ ছাড়িয়েছে , তারজন্য লক্ডাউন চলছে পুরো রাজ্য জুড়ে আর তার মধ্যে এইরকম খবরে প্রশাসন সত্যি খুব উদ্বিগ্ন ।