মধ্যপ্রদেশে সংকটে কংগ্রেসের কমলনাথ সরকার !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- মধ্যপ্রদেশ কংগ্রেসের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ আরো ১৭ জন কংগ্রেস বিধায়ক এখন নিখোঁজ। এই দিন কমলনাথ দিল্লিতে কংগ্রেসের হাই কমিশনারের সাথে দেখা করতে আসেন। মূলত রাজ্য সভার ভোটে মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসের কে কে প্রার্থী হবেন তা নিয়ে চর্চা করতে তিনি দিল্লি এসেছিলেন।

তাকে ১৮ জন কংগ্রেস বিধায়ক নিখোঁজের বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই বিষয়ে তিনি সিমোন কিছু জানেন না। তবে তিনি বলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের মধ্যে কোনো গুট নেই। তিনি কোনো গুটের নন। তিনি সর্বসাধারণের। তিনি বলেন ভুপালে ফায়ার তিনি এই বিষয়ে আরো খোঁজ নেবেন।

[ আরো পড়ুন :- একদিনে করোনায় রেকর্ড মৃত্যু ইরানে ! বাতিল হতে পারে মোদির সফর ]

এই দিন ভুপালে ফিরে কমলনাথ দিগ্বিজয়ের সাথে বৈঠকে বসবেন তিনি। সূত্রের খবর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় মন্ত্রী হতে চান। তাকে আবার রাজ্য সভার সদস্য করার ভাবনা চিন্তা চলছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ১৭ বিধায়ককে ব্যাঙ্গালুরুর এক রিসোর্টে রাখা হয়েছে। কর্ণাটকের এক বিধায়ক এই কাজ টি করছেন।

এই ১৮ জন বিধায়ক যেই দিকে যাবে মধ্যপ্রদেশে সেই পার্টি সরকার গঠন করতে পারবে। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধান সভায় কংগ্রেস জোটের আসন ১২৩ আর বিজেপি জোটের আসন ১০৫

[ আরো পড়ুন :- চাপে পড়লো পাকিস্তান ! ভারতীয় সেনার সাহায্য নিতে পারে আফগানিস্তান ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন