মধ্যপ্রদেশে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে বিপত্তি, মৃত্যু বাংলার তিন শ্রমিকের

By Bangla News Dunia Dinesh

Published on:

nabanna-mamata-banerjee

 

Bangla News Dunia, দীনেশ :- হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে (Tower Falls) বিপত্তি। মৃত্যু হল পশ্চিমবঙ্গের (West Bengal) তিন শ্রমিকের। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিধি (Sidhi) জেলার ঘটনা। সেখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন এই তিন শ্রমিক। এখনও তাঁদের নাম, পরিচয় জানা যায়নি।

জানা গিয়েছে, টাওয়ার সংস্কারের কাজ করছিলেন তাঁরা। আমচকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা, খোঁজ নিচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন