মন্ত্রীদের না পসন্দ কল্যাণের ! দিদি আছে বলেই আছেন ! সাংসদের মন্তব্যে ঝড়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ফের বিস্ফোরক শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দলের মন্ত্রীদের নিয়ে প্রকাশ্যে যে মন্তব্য করলেন তা নিয়ে রাজ্যে ফের সমালোচনার ঝড়। সাংসদ বলেন, ‘দিদির (CM Mamata Banerjee) সঙ্গে থাকা কয়েকজন মন্ত্রীর হাবভাব দেখলে দলে থাকতে ইচ্ছে করে না। আছি শুধু দিদির জন্য।’

কল্যাণ বলেন, ‘দিদি আছে বলে আছি, না হলে থাকতে ইচ্ছে করে না। দিদির সঙ্গে কয়েকজন মন্ত্রী থাকেন, তাঁদের হাবভাব দেখলে দলে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না! দলের খারাপ সময়ে এদের দেখতে পাওয়া যায় না!’

আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?

খারাপ সময় বলতে তৃণমূল সাংসদ মূলত টেনে এনেছেন আরজি কর (RG Kar Case) প্রসঙ্গ। তাঁর কথায়, ‘আরজি কর আন্দোলনের সময় তো কিছু লোক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সরকারকে গালাগালি করতে উঠে পড়ে লেগেছিল। তখন এই সব মন্ত্রীকে মাঠে দেখা যায়নি। মুখ খুলেছি তো আমি আর কুণাল (ঘোষ)। আমরা গালাগালিও খেয়েছি। বাকিরা সব চুপ করেছিল।’

আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি

প্রসঙ্গত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রথম নয়, এর আগে একাধিকবার দলের বহু নেতা, মন্ত্রীদের বিরুদ্ধে তোপ দেগেছেন। এবার নির্দিষ্ট করে কারুর নাম বলেননি তিনি। স্বভাবতই কল্যাণের নিশানায় কারা কারা রয়েছেন, তা নিয়ে তৃণমূলে (TMC) তো বটেই রাজ্য রাজনীতিতেও জোর চর্চা শুরু হয়েছে।

আরো পড়ুন :- ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করুন, মাসে আয় ৫০,০০০ টাকা ! দেখুন স্বল্প বিনিয়োগের ৫টি ব্যবসা

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন