Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শাহরুখ খান যাঁদের কাছে ভগবান, ‘মন্নত’ হল তাঁদের কাছে মন্দিরের মতো। শাহরুখের জন্মদিন ছাড়াও এই বাড়ির গেটের সামনে প্রায় প্রতি দিনই ভিড় জমান অগণিত ভক্ত। শাহরুখেরও স্বপ্নের ঠিকানা ‘মন্নত’। কিন্তু শাহরুখ এই বাড়ি নিজে তৈরি করেননি। ‘মন্নত’ আসলে হেরিটেজ সম্পত্তি। শাহরুখের আগে এই বাড়ির মালিকানা ছিল মহারাষ্ট্র সরকারের হাতে। পরে শাহরুখ এই বাড়ির ‘লিজ’ নেন। হেরিটেজ সম্পত্তি হওয়ায় বাড়ির কাঠামোগত কোনও পরিবর্তন করা বারণ ছিল। কিন্তু শাহরুখ পরে নিয়ম এবং আইনকানুন মেনেই নিজেদের বসবাসের সুবিধার জন্য কিছু কিছু পরিবর্তন করেন।
যে জমির উপর দাঁড়িয়ে রয়েছে ‘মন্নত’, সেই জমি মুম্বই কালেক্টরের অধীনে হওয়ায় বিশেষ ট্যাক্সও দিতে হয় কিং খানকে। শাহরুখ-গৌরীর নামে রেজিস্টার্ড চুক্তিতে ছিল এই সম্পত্তি। তবে ২০১৯ সালে শাহরু-গৌরী মন্নতের মালিকানা লিজহোল্ড থেকে ফ্রি হোল্ড করিয়ে নেন। অর্থাৎ লিজ নেওয়ার বদলে বাড়িটি নিজেদের নামে করে নেন সময় । এবং তার জন্য শাহরুখ-গৌরী সরকারকে দিয়েছিলেন ২৭.৫০ কোটি টাকা। কিন্তু সম্প্রতি হিসাবনিকেশ করতে গিয়ে শাহরুখ-গৌরী দেখেন তাঁরা জমি-সহ বাড়ির যা দাম, তার চেয়ে অনেকটা টাকা বেশি দিয়েছন সরকারকে। গৌরী তাঁদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য আবেদন করেন সরকারের কাছে। সমস্ত নথিপত্র যাচাই করার পর সরকার নিজেদের ভুল বুঝতে পারে। সরকারের তরফে জানানো হয়, শাহরুখের অতিরিক্ত ৯ কোটি টাকা তাঁকে ফেরত দিয়ে দেওয়া হবে।