Bangla News Dunia, Pallab : দিন দিন ক্রমেই যেন বাসের সংখ্যা তলানিতে গিয়ে ঠেকছে। এমনকি বেসরকারি বাসের সংখ্যাও অনেক কমেছে রাস্তায় রাস্তায়। যার ফলে নিত্য যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে। এমন ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা হচ্ছে পরিবহন দফতরে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর চোখে পড়েছে এই সমস্যা।
গতকাল পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্ট থেকে ফেরার পথে দেখেন কয়েকজন বাসের জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। এরপরই তিনি বাসের ট্রিপ বাড়ানোর নির্দেশ দেন। আর নির্দেশ পাওয়া মাত্রই দফতরের কর্মীরা গোটা বিষয় খতিয়ে দেখেন। প্রতিটি জায়গায় বাসের ডিপোগুলি ঘুরে ঘুরে দেখেন আধিকারিকরা। এমনকি সেক্টর ফাইভে গিয়ে বাসের পরিস্থিতি খতিয়ে দেখে আসেন স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহণ সচিব। আর এবার সেই রিপোর্টার ভিত্তিতে বেশ কয়েক জায়গায় বাসের সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে। পাশাপাশি বাস ট্রিপের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
একধাক্কায় বেশ কয়েক জায়গায় বাড়ল ট্রিপ
একটি রিপোর্টের ভিত্তিতে গতকাল পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছে কলকাতা শহর ও শহরতলিতে মোট সরকারি বাসের সংখ্যা ৫৫০ টি। আর ৫৫০ টি বাস গোটা কলকাতা জুড়ে ৩৩০০ টি ট্রিপ চালাচ্ছে। কিন্তু তবুও যাত্রীদের নানা সমস্যায় পড়তে হয়। তাই যাত্রীদের কথা ভেবে আরও বাস বাড়ানো হচ্ছে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে ৩৩০০ টি ট্রিপ বাড়িয়ে এখন করা হবে ৪১৯৮ টি। নিউটাউন এলাকায় বাসের ট্রিপ ১০৮ থেকে বেরিয়ে বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইড অঞ্চলে স্পেশাল ট্রিপ দেওয়া হচ্ছে ২৪টি।
পাল্লা দিয়ে বাড়ল বাসের সংখ্যা
জানা গিয়েছে, হাতিশালা-হাওড়া রুটে AB 13 বাসের সংখ্যা ছিল ৩, তা বেড়ে হবে ৫। সাপুরজি-হাওড়া রুটে AC 12 বাসের সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১২ করা হবে। উল্টোডাঙা-ইকোস্পেস রুটে AC 30S বাসের সংখ্যা ছিল মাত্র ১, তা বেড়ে হবে ৩। আবার এই রুটেই S30 বাসের সংখ্যা আরও ৩ টি বাড়িয়ে মোট ১৫ করা হবে। নিউটাউন-হাওড়া রুটে S12 বাসের সংখ্যা ছিল ১৫, তা বেড়ে হবে ১৮। দমদম স্টেশন থেকে করুণাময়ী রুটে AC 38 বাসের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৮ করা হবে। এবং হাইল্যান্ড উইলোজ-হাওড়া রুটে S12E বাসের সংখ্যা আগে ৬ ছিল। এখন সেই বাসের সংখ্যা আরও ২ টি বাড়িয়ে ৮ টি করা হয়েছে।
আরও পড়ুন:– একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025