Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশে (Bangladesh) ইসকনের (ISKON) সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার রবীন্দ্র ঘোষের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুণাল। তাঁদের মধ্যে অনেকটা সময় একান্তে কথা হয়। এরপর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন দু’জনেই।
কী বিষয়ে কথা হল দুজনের? জানতে চাওয়া হলে রবীন্দ্র ঘোষ (Rabindra Ghosh) বলেন, ‘বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দুরা। তাঁদের সুরক্ষা প্রদানের জন্য কী করা যায়। তা নিয়ে মূলত আলোচনা করলাম। কারণ আমরা চাই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সকলে মিলেমিশে একসাথে বসবাস করুক।’ এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয় আপনি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন? জবাবে তিনি বলেন, হ্যাঁ, দেখা করার ইচ্ছে আছে। তাঁকেও জানাবো বাংলাদেশের পরিস্থিতির কথা। তবে এখনি কিছু বলতে পারছি না। কারণ তিনি ব্যস্ত। তাঁর সঙ্গে দেখা করার জন্য সবরকম চেষ্টা করবো।’
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
আগামী ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় আদালতে শুনানি রয়েছে। আজ তো ৩১ ডিসেম্বর। রবীন্দ্র ঘোষ এখনও রয়েছেন ভারতে। তিনি কি নির্দিষ্ট দিনে বাংলাদেশে পৌঁছবেন? উত্তরে তিনি বলেন, আমি কোনভাবেই চাই না, চিন্ময় প্রভুর অসুস্থতার জন্য শুনানি পিছিয়ে যাক। আমরা প্রত্যেকেই চাই ওইদিনঈ শুনানি হোক। আমি অসুস্থ বলে এখনও ভারতে রয়েছি। কিন্তু ২ জানুয়ারির আগে আমি বাংলাদেশে পৌঁছনোর চেষ্টা করবো।’
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
অন্যদিকে, কুণাল TMC Leader Kunal Ghsoh) বলেন, ‘গত শুক্রবার রবীন্দ্র বাবু আমাকে ফোন করেছিলেন। তিনি অসুস্থ বলে আমি নিজে এসে তাঁর সঙ্গে দেখা করে গেলাম। উনি চেয়েছেন মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে দেখা করে বাংলাদেশের কথা তাঁকে বলতে। কিন্তু পশ্চিমবঙ্গ একটা রাজ্য, বাংলাদেশ একটা দেশ। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও দেশের আন্তর্জাতিক ইস্যুতে কথা বলতে পারেন না। রবীন্দ্র বাবু ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। যদিও জবাব এখনও পাননি। তবে একটা কথা ঠিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করতে পারি, কিন্তু এ ব্যাপারে একমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কেন্দ্রের।’